বিষয়বস্তুতে চলুন

বৈষ্ণবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বৈষ্ণবী (সংস্কৃত: वैष्णवी) হল হিন্দু দেবী এবং মাতৃকা দেবীও। তিনি অষ্টভুজা। তিনি ত্রিদেবীর মিলিত রুপ অর্থাৎ পার্বতী, লক্ষ্মী, ও সরস্বতীর মিলিত রুপ তিনি। তিনি ত্রেতাযুগে ভগবান রামের তপস্যা করলে শ্রীরাম তাকে বর দেন যে তিনি কলিযুগে কল্কি অবতার নিয়ে তাকে বিবাহ করবেন।

এছাড়াও লোককথা অনুসারে, ভগবান রামচন্দ্র নাকি হনুমানকে দায়িত্ব দেন যে যতদিন পর্যন্ত তিনি কল্কি অবতার নিয়ে আবির্ভূত না হচ্ছেন ততদিন পর্যন্ত তিনি যেন দেবী বৈষ্ণবীর মন্দির রক্ষা করেন।

অন্যান্য নাম: বেষ্ণোদেবী, মাতাজি, মাতা রাণি ইত্যাদি।বাহন: বাঘ। অস্ত্র: চক্র, শঙ্খ, গদা, ত্রিশূল, তরবারি, ধনুক, তীর (এই অস্ত্রটি নাও থাকতে পারে।) ও পদ্ম।

পিতা: রাজা রত্নাকর। যুগ: ত্রেতাযুগ। সঙ্গী (স্বামী): বিষ্ণুর কল্কি অবতার।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]