বুসু দিমা
অবয়ব
বুসু দিমা | |
---|---|
আনুষ্ঠানিক নাম | বুসু দিমা |
অন্য নাম | বিশু, বুশু এবং বুশো |
পালনকারী | ডিমাসা গোষ্ঠী |
ধরন | ফসল কাটার উৎসব |
উদযাপন | বাইখো |
শুরু | ২৭ জানুয়ারি |
সমাপ্তি | ২৯ জানুয়ারি |
তারিখ | ২৭ এবং ২৯ জানুয়ারি |
সংঘটন | বার্ষিক |
সম্পর্কিত | ফসল কাটা |
বুসু দিমা ( বিশু দিমা) হলো ভারতের ডিমাসা কাছারি উপজাতি দ্বারা উদযাপন করা একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব । [১] এটি সবচেয়ে বড় ফসল কাটার উৎসব। বিভিন্ন গ্রামে শস্য কাটা শেষ হওয়ার পর এটি উদযাপন করা হয়। সাধারণত জানুয়ারি মাসে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। [২]
বুসু দিমা উৎসব এই তিন প্রকারে বিভক্ত
[সম্পাদনা]সূত্র: [৩]
- জিদাপ : জিদাপ একটি বুসু উৎসব যা ২ দিন ধরে চলে।
- সুরেম বাইনো: সুরেম [৪] বাইনো হলো একটি বুসু উৎসব যা মোট পাঁচ দিন ধরে পালিত হয়।
- হ্যাংশু বুসু: হ্যাংশু বুসু, যা মোট সাত দিন ধরে পালিত হয়।
নাচ
[সম্পাদনা]উৎসবের পর খরম (ঢোল), মুড়ি (বাঁশি) এর তালে গান গাওয়া হয় এবং কাঠের বিউগল প্রথম থেকে তৃতীয় দিন বিরতি ছাড়াই চলতে থাকে।। ছেলে-মেয়েরা সবাই আসে তাদের ঐতিহ্যবাহী পোশাকে এবং উৎসবে নাচের মধ্য দিয়ে সারা রাত উদযাপিত হয়। [৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Busu Dima festival begins in Dima Hasao"। The Times of India (ইংরেজি ভাষায়)। জানুয়ারি ২৯, ২০১২। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৪।
- ↑ "Festivals | Dima Hasao District | Government Of Assam, India"। dimahasao.assam.gov.in। ২০২১-১০-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৪।
- ↑ Kemprai, Romit (২০২৩-০৪-০৬)। "Busu Dima Festival:A Celebration Of Dimasa Culture & Harmony" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৭।
- ↑ Desk, Sentinel Digital (২০২৩-০১-২৯)। "Busu Dima celebrated in Dima Hasao district - Sentinelassam"। www.sentinelassam.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৭।
- ↑ "Busu Dima festival celebrated"। Assam Times (ইংরেজি ভাষায়)। ২০১৪-০১-৩০। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৪।