বিষয়বস্তুতে চলুন

বর্ডার ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব��্ডার ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে বর্ডার অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল। মার্চ, ১৮৯৮ সাল থেকে দলটি খেলতে শুরু করে।

২০০৪ সালে দক্ষিণ আফ্রিকায় বিশেষ প্রাধিকারপ্রাপ্ত পদ্ধতির প্রচলন হলে বর্ডার দল ইস্টার্ন প্রভিন্সের সাথে একীভূত হয় ও ওয়ারিয়র্স গঠন করে।

সম্মাননা

[সম্পাদনা]
  • কারি কাপ (০) -  ; যৌথভাবে (০) -
  • স্ট্যান্ডার্ড ব্যাংক কাপ (০) -
  • সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল থ্রি-ডে চ্যালেঞ্জ (০) -
  • সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল ওয়ান-ডে চ্যালেঞ্জ (০) -

ইতিহাস

[সম্পাদনা]

শুরু থেকেই বর্ডার দলকে দক্ষিণ আফ্রিকার অন্যতম দূর্বল দল হিসেবে চিত্রিত করা হয়েছে। ১৮৯৭-৯৮ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে যাত্রা শুরু করে দলটি। ২০১৭-১৮ মৌসুম শেষে দলটি সর্বমোট ৫৮৪টি খেলায় অংশ নিয়ে ১৭৩টি জয়, ২৪১টি পরাজয়, একটি টাই ও ১৬৯টি খেলায় ড্র করে।[] প্রথম-শ্রেণীর ক্রিকেটে খেলায় সর্বনিম্ন মোট রান সংগ্রহের রেকর্ডের ন্যায় অগৌরবজনক রেকর্ডের সাথে তাদের নামকে জড়িয়ে রেখেছে। ১৯৫৯-৬০ মৌসুমে জ্যান স্মাটস গ্রাউন্ডে নাটাল দলের বিপক্ষে কারি কাপে খেলে সর্বমোট ৩৪ রান তুলে। প্রথম ইনিংসে ১৬ ও দ্বিতীয় ইনিংস ১৮ রান তুলে।[][]

নভেম্বর, ২০১৭ সালে মার্কো ম্যারাইস ১৯১ বলে অপরাজিত ৩০০ রান তুলেন। ২০১৭-১৮ মৌসুমে সানফয়েল থ্রি-ডে কাপে ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে এ রান তুলেছেন।[] দক্ষিণ আফ্রিকার প্রথম-শ্রেণীর ক্রিকেটে এটিই দ্রুততম ত্রি-শতরানের সংগ্রহের ঘটনা। এছাড়াও, ২০১০ সালের পর এটিই প্রথম।[]

বর্ডার দল আয়োজক দল হিসেবে অতিথি দলের বিপক্ষে নিম্নোক্ত মাঠসমূহ ব্যবহার করে: Venues have included:

  • ভিক্টোরিয়া গ্রাউন্ড, কিং উইলিয়ামস টাউন (নভেম্বর, ১৯০৩ থেকে - মার্চ, ১৯৫৮ সাল পর্যন্ত মাঝে-মধ্যে ব্যবহার করা হয়)
  • জ্যান স্মাটস গ্রাউন্ড, ইস্ট লন্ডন (মার্চ, ১৯০৭ - জানুয়ারি, ১৯৮৮ পর্যন্ত প্রধান মাঠ)
  • ভিক্টোরিয়া রিক্রিয়েশন গ্রাউন্ড, কুইন্সটাউন (মার্চ, ১৯০৭ - নভেম্বর, ১৯৬২ পর্যন্ত বিকল্প মাঠ)
  • কেমব্রিজ রিক্রিয়েশন গ্রাউন্ড, ইস্ট লন্ডন (ডিসেম্বর, ১৯৪৭ - জানুয়ারি, ১৯৪৮ পর্যন্ত স্বল্প সময়ের জন্যে ব্যবহৃত মাঠ)
  • বাফেলো পার্ক, ইস্ট লন্ডন (অক্টোবর, ১৯৮৮ - বর্তমান পর্যন্ত প্রধান মাঠ)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Playing Record"CricketArchive। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮ 
  2. Frindall, Bill, “Wisden Book of Cricket Records”, 4th edition, Headline Publishing, London, 1998
  3. "Currie Cup, 1959/60, Border v Natal"Cricinfo। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  4. "Pool A, Sunfoil 3-Day Cup at East London, Nov 23-25 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭ 
  5. "Marco Marais smashes the fastest triple ton in first-class cricket"CricTracker। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৭ 

আরও পড়ুন

[সম্পাদনা]
  • South African Cricket Annual – various editions
  • Wisden Cricketers' Almanack – various editions

বহিঃসংযোগ

[সম্পাদনা]