বিষয়বস্তুতে চলুন

প্রভাবতী বসু (দত্ত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রভাবতী বসু
প্রভাবতী বসু
জন্ম
প্রভাবতী দত্ত

(১৮৬৯-০২-২৬)২৬ ফেব্রুয়ারি ১৮৬৯
মৃত্যু২৯ ডিসেম্বর ১৯৪৩(1943-12-29) (বয়স ৭৪)
জাতীয়তাভারতীয়
পেশাসমাজকর্মী ও রাজনীতিবিদ
দাম্পত্য সঙ্গীজানকীনাথ বসু
সন্তান৮ পুত্র, ৬ কন্যা
শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু
পিতা-মাতা
  • গঙ্গানারায়ণ দত্ত (পিতা)
  • কমলা কামিনি দত্ত (মাতা)
আত্মীয়রবি দত্ত

প্রভাবতী বসু ছিলেন একজন ভারতীয় সমাজ কর্মী এবং রাজনীতিবিদ।[] তিনি ১৮৬৯ খ্রিস্টাব্দে উত্তর কলকাতার হাটখোলায় বিখ্যাত কায়স্থ ভরদ্বাজ বংশের দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[] তাঁর বাবা-মা হলেন গঙ্গারায়ণ দত্ত এবং কমলা কামিনী দত্ত। তিনি তাঁর পিতা-মাতার জ্যেষ্ঠ কন্যা ছিলেন। সুভাষচন্দ্র বসুশরৎচন্দ্র বসু প্রভাবতী দেবীর পুত্র ছিলেন।

বিবাহ ও সন্তান

[সম্পাদনা]

১৮৮০ খ্রিস্টাব্দে মাত্র ১১ বছর বয়সে তিনি সোনারপুরে সন্নিকটে অবস্থিত কোদালিয়া গ্রামের কুলীন বসু পরিবারের পুত্র জানকীনাথ বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রভাবতী এবং জানকীনাথ বসুর চৌদ্দটি সন্তান ছিল। তিনি তাঁর সন্তানদের ও বসু পরিবারের অন্যান্য সদস্যদের শিক্ষার ব্যাপারে খুবই নজর রাখতেন, পরবর্তীকালে তাঁরা ভারতের স্বাধীনতা আন্দোলন ও সমাজসংস্কারে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন।[]

প্রভাবতী দেবীর চৌদ্দটি সন্তানের মধ্যে ছয়টি কন্যা এবং আট পুত্র সন্তান ছিল।[] তাদের মধ্যে জাতীয়তাবাদী নেতা শরৎচন্দ্র বসু, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সুনীল চন্দ্র বোস উল্লেখযোগ্য।

রাজনৈতিক কর্ম

[সম্পাদনা]

প্রভাবতী দেবী ১৯২৮ খ্রিস্টাব্দে মহিলা রাষ্ট্রীয় সংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Forbes, Geraldine (২০০৫)। Women in Colonial India: Essays on Politics, Medicine, and Historiography। Chronicle Books। আইএসবিএন 81-8028-017-9। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৫ 
  2. An Indian Pilgrim: An Unfinished Autobiography And Collected Letters 1897-1921, Subhas Chandra Bose, Asia Publishing House, London, 1965, p. 1
  3. Bose, Sugata। His Majesty's Opponent। Harvard University। আইএসবিএন 978-0-674-04754-9 
  4. বসু, সুভাষচন্দ্র বসু (১৯৪৫)। ভারত পথিক: নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী। এলগিন রোড, কলিকাতা: সিগনেট প্রেস। পৃষ্ঠা ১২।