প্রথম গাজি গিরায় খান
অবয়ব
গাজি গিরায় খান (১৫০৪-১৫২৪), ছিলেন ক্রিমিয়ান খানাতের খান।
জীবন
[সম্পাদনা]তিনি ছিলেন প্রথম মেহমেদ গিরায় খান এর পুত্র। ১৫২৩ সালে পিতার মৃত্যুর পর তিনি ক্রিমিয়ান খানাতের খান হিসেবে দায়িত্বগ্রহণ করেন। মাত্র ২০ বছর বয়সে ১৫২৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর খান হন তার চাচা সাদেত গিরায় খান।