প্রথম আন্তিমাখোস থেওস
প্রথম আন্তিমাখোস থেওস | |
---|---|
গ্রিক-ব্যাক্ট্রিয় রাজা | |
রাজত্ব | খ্রিস্টপূর্ব ১৮৫ - খ্রিস্টপূর্ব ১৭০ |
পূর্বসূরি | দ্বিতীয় ইউথুদেমোস |
উত্তরসূরি | প্রথম ইউক্রাতিদেস |
প্রথম আন্তিমাখোস থেওস (গ্রিক: Ἀντίμαχος Α΄ ὁ Θεός) একজন গ্রিক-ব্যাক্ট্রিয় রাজ্যের শাসক ছিলেন, যিনি খ্রিস্টপূর্ব ১৮৫ থেকে খ্রিস্টপূর্ব ১৭০ পর্য্যন্ত রাজ্যশাসন করেন।
রাজত্ব
[সম্পাদনা]উইলিয়াম উডথর্প টার্ন[১] এবং মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট সিনিয়রের[২] মতে প্রথম আন্তিমাখোস থেওস সম্ভবতঃ গ্রিক-ব্যাক্ট্রিয় শাসক প্রথম ইউথুদেমোসের পুত্র তথা প্রথম দেমেত্রিওসের ভাই ছিলেন। কিন্তু ঐতিহাসিক অবধ কিশোর নারায়ণ তাকে প্রথম দিওদোতোস সোতেরের বংশভুক্ত ছিলেন বলে মনে করেন।[৩] দ্বিতীয় ইউথুদেমোসের উত্তরাধিকারী হিসেবে তিনি সিংহাসন লাভ করেন। আনুমানিক ১৭০ খ্রিস্টপূর্বাব্দে প্রথম ইউক্রাতিদেস দ্বারা পরাজিত হয়ে তিনি সিংহাসনচ্যুত হন।
মুদ্রা
[সম্পাদনা]প্রথম আন্তিমাখোস থেওস বেশ কিছু রৌপ্য মুদ্রা প্রচলন করেন, যার এক পিঠে ম্যাসিডনিয় টুপি পরিহিত তার চিত্র ও অপর পিঠে পোসেইদোনের চিত্র মুদ্রিত ছিল। এই সকল মুদ্রায় তিনি নিজেকে থেওস বা ঈশ্বর রূপে অভিহিত করেছেন। আগাথোক্লেস দিকাইওসের মত তিনিও তার পূর্বতন রাজা প্রথম দিওদোতোস সোতের ও প্রথম ইউথুদেমোসের নামাঙ্কিত রৌপ্য মুদ্রা প্রচলন করেন।[৪] এছাড়া তিনি বেশ কিছু ব্রোঞ্জ মুদ্রা প্রচলন করেন, যেখানে এক পিঠে হাতি ও অপর পিঠে গ্রীক দেবী নিকের চিত্র মুদ্রিত রয়েছে। অপর কয়েকটি ব্রোঞ্জ মুদ্রার এক পিঠে হাতি ও অপর পিঠে বজ্রের চিত্র মুদ্রিত রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ The Greek in Bactria and India, William Woodthorpe Tarn, Cambridge University Press
- ↑ The Decline of the Indo-Greeks, R. C. Senior and D. MacDonald, Hellenistic Numismatic Society
- ↑ The Indo-Greeks, A. K. Narain, B.R. Publications
- ↑ http://www.coinarchives.com/a/lotviewer.php?LotID=8722&AucID=20&Lot=1111
প্রথম আন্তিমাখোস থেওস
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী দ্বিতীয় ইউথুদেমোস |
গ্রিক-ব্যাক্ট্রিয় শাসক খ্রিস্টপূর্ব ১৮৫ - খ্রিস্টপূর্ব ১৭০ |
উত্তরসূরী প্রথম ইউক্রাতিদেস |