প্রজা রাজ্যম পার্টি
অবয়ব
প্রজা রাজ্যম পার্টি | |
---|---|
প্রতিষ্ঠাতা | চিরঞ্জীবী |
প্রতিষ্ঠা | ২ আগস্ট ২০০৮ |
ভাঙ্গন | ২০১১ |
একীভূত হয়েছে | ভারতীয় জাতীয় কংগ্রেস |
ছাত্র শাখা | PRPS Vidyarthi |
যুব শাখা | PRPS Yuva |
মহিলা শাখা | PRPS Mahila |
Peasants wing | PRP Raithu |
Labour wing | PRP Karmika |
আনুষ্ঠানিক রঙ | Green |
নির্বাচনী প্রতীক | |
(2008-2009) (2009-2011) | |
দলীয় পতাকা | |
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
প্রজা রাজ্যম পার্টি (তেলুগু : ఫ్రజా రాజ్యం) হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে গঠিত একটি আঞ্চলিক রাজনৈতিক দল। ২০০৮ সালের ২৬ অগস্ট তেলুগু চলচ্চিত্রাভিনেতা চিরঞ্জীবী এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন। ২০১১ সালে প্রজা রাজ্যম পার্টি কংগ্রেসের সাথে একীভূত হয়। [১]
২০০৯ সালের নির্বাচন
[সম্পাদনা]২০০৯ সালের নির্বাচনে এই দলটি ২৯৪টি আসনের মধ্যে ১৮টি আসনে জয়লাভ করে। এর প্রধান চিরঞ্জীবী ২টি আসনে প্রতিদ্বন্দিতা করেন এবং তিরুপাটি আসনে জয়লাভ করেন। নির্বাচনে তারা ১৮ শতাংশ সমর্থন লাভ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Balaji, J. (২০১১-০২-০৬)। "Praja Rajyam Party merges with Congress"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৭।