পালদেও রাজ্য
পালদেও রাজ্য पालदेव | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য (জায়গীর) | |||||||
১৮১২–১৯৪৮ | |||||||
ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত পালদেও রাজ্যের মানচিত্র | |||||||
রাজধানী | নয়াগাঁও | ||||||
আয়তন | |||||||
• ১৯০১ | ৭৩ বর্গকিলোমিটার (২৮ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯০১ | ৮,৫৯৮ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৮১২ | ||||||
১৯৪৮ | |||||||
|
পালদেও রাজ্য, ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী দেশীয় রাজ্য, বর্তমান ভারতে এটি মধ্যপ্রদেশ রাজ্যের সাতনা জেলায় অবস্থিত৷[১] এটি ১৮৯৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্য ভারত এজেন্সির বুন্দেলখণ্ড এজেন্সির অন্তর্ভুক্ত ছিলো, পরে এটিকে বাঘেলখণ্ড এজেন্সির অন্তর্ভুক্ত করা হয়৷[২] আবার ১৯৩১ সালে এটিকে পুনরায় বুন্দেলখণ্ড এজেন্সির অংশীভূত করা হয়৷
১৮ টি গ্রাম সংবলিত পহরা রাজ্যটি ৫২ বর্গমাইল জুড়ে বিস্তৃত ছিলো৷ ১৯৪১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এটির জনসংখ্যা ছিলো ৯,৮২০ জন৷ ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের এক বছর পর রাজ্যটি বিন্ধ্যপ্রদেশের অন্তর্গত হয় এবং বর্তমানে এটি মধ্যপ্রদেশ রাজ্যের অংশ৷ [৩]
ইতিহাস
[সম্পাদনা]১৮১২ খ্রিস্টাব্দে কালিঞ্জর (কলঞ্জর) পরিবারের সদস্যগণ পালদেও রাজ্যের পত্তন ঘটান৷ এটি ছিলো ব্রিটিশ ভারতের বাঘেলখণ্ড এজেন্সির অন্তর্গত কলঞ্জর চৌবে জায়গীরগুলির একটি৷ [৪]
শাসকবর্গ
[সম্পাদনা]পালদেও দেশীয় রাজ্যের শাসকগণ রাও উপাধিতে ভূষিত হতেন৷[৫]
Raos
[সম্পাদনা]- ১৮১২ - ১৮৪০ দরিয়াও সিং
- ১৮৪০ - নাথুরাম
- ১৮৪০ - অক্টোবর ১৮৪২ রাজারাম
- ১৮৪২ - ১৮৬৫ প্রথম শিবপ্রসাদ
- ১৮৬৫ - ২ এপ্রিল ১৮৭৪ মুকুন্দ সিং
- ২ এপ্রিল ১৮৭৪ - ১৮৯১ অনিরুদ্ধ সিং (১৮৭৭ খ্রিস্টাব্দে নিজ শৈলীতে রাও উপাধির ব্যবহার)
- ১৮৯১ - ১৮৯৪ নারায়ণদাস
- ১৬ ফেব্রুয়ারি ১৮৯৪ - ২ অক্টোবর ১৯২৩ জগৎ রায়
- ৩ অক্টোবর ১৯২৩ - ১৯৪৭ দ্বিতীয় শিবপ্রসাদ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Columbiaa-Lippincott Gazetteer p. 1414.
- ↑ Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908
- ↑ Imperial Gazetteer of India
- ↑ "History of Satna"। Satna District Administration। সংগ্রহের তারিখ ২০১০-০৮-১৮।
- ↑ Indian Princely States