বিষয়বস্তুতে চলুন

পারমাণবিক ফুটবল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পারমাণবিক ফুটবল (এটি পারমাণবিক ফুটবল, রাষ্ট্রপতির জরুরী স্যাচেল,[] স্যাচেল, বোতাম, ব্ল্যাক ব্যাগ, ব্ল্যাক বক্স বা শুধু ফুটবল নামেও পরিচিত) একটি ব্রিফকেস, যার বিষয়বস্তু হোয়াইট হাউস সিচুয়েশন রুম বা প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের মতো নির্দিষ্ট কমান্ড সেন্টার থেকে দূরে থাকার সময় পারমাণবিক হামলার জন্য যোগাযোগ ও অনুমোদনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দ্বারা ব্যবহার করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় একটি মোবাইল হাব হিসাবে কাজ করে, রাষ্ট্রপতি যখন ভ্রমণ করেন তখন ফুটবল একজন সামরিক সহকারী দ্বারা বহন করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. McConnell, Dugald (নভেম্বর ১৮, ২০১৬)। "Wherever President Trump goes, nuclear 'football' to follow"CNN। জানুয়ারি ১৯, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১১, ২০১৭