পাকিস্তানে রাজতন্ত্র
পাকিস্তান অধিরাজ্যেরের সম্রাট/সম্রাজ্ঞী | |
---|---|
প্রাক্তন রাজতন্ত্র | |
পাকিস্তানের জাতীয় প্রতীক | |
পাকিস্তান অধিরাজ্যের সম্রাজ্ঞী দ্বিতীয় এলিজাবেথ | |
প্রথম রাজশাসক | ষষ্ঠ জর্জ |
শেষ রাজশাসক | দ্বিতীয় এলিজাবেথ |
সম্বোধন | হিজ মেজেস্টি ১৯৪৭-১৯৫২ হার মেজেস্টি ১৯৫২–১৯৫৬ |
দাপ্তরিক আবাস | যুক্তরাজ্য বাকিংহাম প্রাসাদ পাকিস্তান অধিরাজ্য গভর্নমেন্ট হাউস |
নিয়োগকর্তা | উত্তরাধিকার সূত্রে |
রাজতন্ত্রের সূচনা | ১৫ আগস্ট ১৯৪৭ |
রাজতন্ত্রের সমাপ্তি | ২৩ মার্চ ১৯৫৬ |
পাকিস্তানে রাজতন্ত্র দ্বারা ১৯৪৭ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত সময়ের পাকিস্তান অধিরাজ্যের সময়কে বোঝানো হয়। পাকিস্তান কমনওয়েলথের ভেতরে সার্বভৌমত্ব ভোগ করত। সম্রাটের প্রতিনিধি হিসেবে পাকিস্তানের গভর্নর জেনারেল সাংবিধানিক দায়িত্ব পালন করতেন। ১৭০১ সালের অ্যাক্ট অব সেটলমেন্ট ১৭০১ দ্বারা রাজকীয় উত্তরাধিকার নিয়ন্ত্রিত হত।
১৯৫৬ সালের ২৩ মার্চ রাজতন্ত্র বিলুপ্ত করা হয়। এসময় পাকিস্তানকে কমনওয়েলথের একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ১৯৭২ সালে পাকিস্তান প্রাক্তন পূর্ব পাকিস্তান ইস্যুতে কমনওয়েলথ ত্যাগ করে এবং ১৯৮৯ সালে পুনরায় ফিরে আসে। এছাড়া ১৮ অক্টোবর ১৯৯৯ থেকে ২২ মে ২০০৪ পর্যন্ত এবং ২২ নভেম্বর ২০০৭ থেকে ২২ মে ২০০৮ পর্যন্ত দুইবার পাকিস্তানের কমনওয়েলথ সদস্যপদ স্থগিত ছিল।
ইতিহাস
[সম্পাদনা]ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ অনুযায়ী পাকিস্তান অধিরাজ্য গঠিত হয়। এর আগে পাকিস্তান ব্রিটিশ ভারতের অংশ ছিল। ১৯৫৬ সালে নতুন সংবিধান গৃহীত হলে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।
সম্রাটদের তালিকা
[সম্পাদনা]হাউজ অব উইন্ডসর | |||||||
পোর্ট্রেট | নাম | জন্ম | মৃত্যু | শাসন শুরু | শাসন শেষ | দাম্পত্য সঙ্গী | উত্তরাধিকারী |
---|---|---|---|---|---|---|---|
ষষ্ঠ জর্জ | ১৪ ডিসেম্বর ১৮৯৫ | ৬ ফেব্রুয়ারি ১৯৫২ | ১৫ আগস্ট ১৯৪৭ | ৬ ফেব্রুয়ারি ১৯৫২ | এলিজাবেথ দ্য কুইন মাদার | দ্বিতীয় এলিজাবেথ | |
দ্বিতীয় এলিজাবেথ | ২১ এপ্রিল ১৯২৬ | ৬ ফেব্রুয়ারি ১৯৫২ | ২৩ মার্চ ১৯৫৬ | প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবার্গ | চার্লস, প্রিন্স অব ওয়েলস |
উপাধি
[সম্পাদনা]উপাধি |
---|
ষষ্ঠ জর্জ ১৫ আগস্ট ১৯৪৭ – ২২ জুন ১৯৪৮ By the Grace of God, of Great Britain, Ireland and of the British Dominions beyond the Seas King, Defender of the Faith, Emperor of India ২২ জুন ১৯৪৮ – ৬ ফেব্রুয়ারি ১৯৫২ By the Grace of God, of Great Britain, Ireland and of the British Dominions beyond the Seas King, Defender of the Faith |
দ্বিতীয় এলিজাবেথ ৬ ফেব্রুয়ারি ১৯৫২ - ২৯ মে ১৯৫৩ By the Grace of God, of Great Britain, Ireland and of the British Dominions beyond the Seas Queen, Defender of the Faith ২৯ মে ১৯৫৩ – ২৩ মার্চ ১৯৫৬ By the Grace of God, Queen of the United Kingdom and of Her other Realms and Territories, Head of the Commonwealth |
সফর
[সম্পাদনা]রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর ১৯৬১ ও ১৯৯৭ সালে রাণী ও ডিউক অব এডিনবার্গ পাকিস্তান ভ্রমণ করেন।