পশ্চিম বিহার পশ্চিম মেট্রো স্টেশন
অবয়ব
পশ্চিম বিহার (পশ্চিম) মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর গ্রিন লাইনে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের পশ্চিম বিহারের আশীর্বাদে অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ২০১০ সালের ৩রা এপ্রিল তারিখে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[১][২] বিশাল ভারতী স্কুল এই স্টেশনের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। স্টেশনে এটিএম পরিষেবা উপলব্ধ।[৩]
স্টেশন বিন্যাস
[সম্পাদনা]জি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে | |
পূর্বদিকগামী | গন্তব্য স্টেশন →ইন্দ্রলোক বা কীর্তি নগর পরবর্তী স্টেশন পশ্চিম বিহার পূর্ব | |
পশ্চিমদিকগামী | গন্তব্য স্টেশন ← ব্রিগেডিয়ার হোশিয়ার সিংহ পরবর্তী স্টেশন পীরাগড়ী | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে | ||
এল২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Metro's Green Line opened"। Hindustan Times। ২০১০-০৪-০২। ৬ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৫-২৫।
- ↑ "Delhi Metro to add fifth line tomorrow"। The Economic Times। ২০১০-০৪-০১। সংগ্রহের তারিখ ২০১০-০৫-২৫।
- ↑ "DMRC : ATM Details"।