পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক
ধরন | সরকারি সংস্থা |
---|---|
শিল্প | ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা |
প্রতিষ্ঠাকাল | ২০০৭ |
সদরদপ্তর | হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত |
বাণিজ্য অঞ্চল | পশ্চিমবঙ্গ |
পণ্যসমূহ | ক্রেডিট কার্ড, কনজিউমার ব্যাঙ্কিং, কর্পোরেট ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা, বিনিয়োগমূলক ব্যাঙ্কিং, বন্ধকী ঋণ, বেসরকারি ব্যাঙ্কিং, প্রাইভেট ইকুইটি, সম্পদ ব্যবস্থাপনা। |
ওয়েবসাইট | www |
পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক[১] হল একটি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক। ২০০৭ সালের ২৬ জানুয়ারি ১৯৭৬ সালের আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক আইনের ২৩ ক শাখার ১ নং উপশাখা অনুসারে এই ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়।[২] হাওড়া গ্রামীণ ব্যাঙ্ক, বর্ধমান গ্রামীণ ব্যাঙ্ক ও ময়ূরাক্ষী গ্রামীণ ব্যাঙ্ক এক করে এই ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল।
ইউকো ব্যাঙ্ক এই ব্যাঙ্কের স্পনসর। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও ইউকো ব্যাঙ্ক সম্মিলিতভাবে এই ব্যাঙ্কের মালিক। এই ব্যাঙ্কের শেয়ারহোল্ডাররা হল ভারত সরকার (৫০%), ইউকো ব্যাঙ্ক (৩৫%) ও পশ্চিমবঙ্গ সরকার (১৫%)। এই ব্যাঙ্কের প্রধান কার্যালয় হাওড়া শহরের টিকিয়াপাড়া অঞ্চলে অবস্থিত।
২০১৩-১৪ অর্থবর্ষে এই ব্যাঙ্কের নিট লাভের পরিমাণ ছিল ২০.১২ কোটি টাকা।[৩]
ব্যাঙ্কের গঠন
[সম্পাদনা]পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ রাজ্যের চারটি জেলায় কাজ করে। এগুলি হল: হাওড়া, হুগলি, বর্ধমান ও বীরভূম জেলা। এই ব্যাঙ্কের প্রধান কার্যালয় হাওড়া শহরে অবস্থিত।
পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের ২১৯টি শাখা ও ৪টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। আঞ্চলিক কার্যালয়গুলি হল: হাওড়া আঞ্চলিক কার্যালয়, চুঁচুড়া আঞ্চলিক কার্যালয়, বর্ধমান আঞ্চলিক কার্যালয় ও সিউড়ি আঞ্চলিক কার্যালয়।
আরও দেখুন
[সম্পাদনা]পাদটীকা
[সম্পাদনা]- ↑ "PBGB Website"। ২২ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৫।
- ↑ Government of India, Notification No.1/4/2006 – RRB dated 26 February 2007 (Ministry of Finance, Department of Economic Affairs (Banking Division), New Delhii)
- ↑ "PBGB Balance Sheet 2014" (পিডিএফ)। ২০ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- PBGB website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ মার্চ ২০১৫ তারিখে