নেপালের দ্বিতীয় ফেডারেল পার্লামেন্ট
অবয়ব
নেপালের দ্বিতীয় ফেডারেল পার্লামেন্ট ২০২৩ সালের ০৯ জানুয়ারি ২০২২ সাধারণ নির্বাচনে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয়েছিল। ২০২২ সালের ২০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৭৫ জন সংসদ সদস্যের (এমপি) মধ্যে প্রতিটি নির্বাচনী এলাকার জন্য ১৬৫ জন এবং দলীয় তালিকার মাধ্যমে ১১০ জন প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন। ৯ জানুয়ারী ২০২৩ সালে প্রথমবারের মতো সংসদের অধিবেশন হয়।
নেতা
[সম্পাদনা]প্রতিনিধি সভা
[সম্পাদনা]- প্রতিনিধি সভার স্পিকার: দেব রাজ ঘিমিরে (নেকপা (এমালে))
- প্রতিনিধি সভার ডেপুটি স্পিকার: ইন্দিরা রানামগর (রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি)
- প্রতিনিধি সভার নেতা (প্রধানমন্ত্রী): পুষ্পকমল দাহাল (নেকপা (মাওবাদী কেন্দ্র))
- বিরোধী দলের নেতা: শের বাহাদুর দেউবা (নেপালি কংগ্রেস)
রাষ্ট্রীয় সভা
[সম্পাদনা]- রাষ্ট্রীয় সভার সভাপতি : গনেশ প্রসাদ তিমিলসিনা