বিষয়বস্তুতে চলুন

নুরুল আলম চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নুরুল আলম চৌধুরী
চট্টগ্রাম-৪ এর সাংসদ
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৫
পূর্বসূরীআসন প্রতিষ্ঠিত
উত্তরসূরীজামাল উদ্দিন আহমেদ
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৮৮
পূর্বসূরীজামাল উদ্দিন আহমেদ
উত্তরসূরীমাজহারুল হক শাহ চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম২১ মে ১৯৪৫
গোপালঘাটা, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ
মৃত্যু২৭ জানুয়ারি ২০১৯
পার্কভিউ হাসপাতাল, চট্টগ্রাম, বাংলাদেশ
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীরোজী আলম
সন্তান[]
পিতামাতামতিউর রহমান চৌধুরী (বাবা)
ওয়াইজুন্নেছা চৌধুরী (মা)
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ
কূটনীতিক

নুরুল আলম চৌধুরী একজন বাংলাদেশি রাজনীতিবিদ, কূটনীতিক ও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি জাতীয় সংসদে দুইবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০১০ সালে তাকে ওমানে বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এছাড়া, তিনি রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

নুরুল আলম চৌধুরী ১৯৪৫ সালের মে মাসের ২১ তারিখে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন।[][] তার পিতার নাম মতিউর রহমান চৌধুরী ও মাতার নাম ওয়াইজুন্নেছা চৌধুরী।

নুরুল আলম চৌধুরী ১৯৬১ সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর চট্টগ্রাম কলেজে ভর্তি হন।[] এরপর ১৯৬৪ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন।[] তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র।[] তিনি ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।[][] ১৯৬৯ সালে তিনি সেখান থেকে এমএ পাস করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ায় জেল খাটতে হয়েছিল তাকে।[] পরে তিনি মুক্তি পান।

নুরুল আলম চৌধুরী এমএ পাস করার পর ফতেহাবাদ কলেজে কিছুদিন অবৈতনিক শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছিলেন।[] ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।[] তিনি ভারতের বাগাফা ক্যাম্প থেকে প্রশিক্ষণ লাভ করেছিলেন।[]

তিনি ১৯৭৩ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগদানের পরিবর্তে বঙ্গবন্ধুর পরামর্শে রাজনীতিতে যোগদান করেন।[] ১৯৭৩ সালে ২৭ বছর বয়সে তিনি চট্টগ্রাম-৪ এর সাংসদ হিসেবে নির্বাচিত হন।[][] তিনি ছিলেন প্রথম জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সাংসদ।[][]

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করার পর তাকে কারান্তরীণ করা হয়েছিল।[][][][] এরপর, ১৯৮৬ সালে তিনি আবারো চট্টগ্রাম-৪ এর সাংসদ হিসেবে নির্বাচিত হন।[] ১৯৯৭ সালে তিনি রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হন।[] ২০১০ সালে তিনি ওমানে বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।[][] তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্টারড গ্রাজুয়েট সমিতির চেয়ারম্যান ছিলেন।[] এছাড়া তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি, পরিবার পরিকল্পনা সমিতিসহ চট্টগ্রামফটিকছড়ির বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি রোজী আলমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[] তাদের দুই পুত্র ও এক কন্যা ছিল।[]

মৃত্যু

[সম্পাদনা]

নুরুল আলম চৌধুরী ২০১৯ সালের ২৭ জানুয়ারি ৭৩ বছর বয়সে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন।[][][১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "শ্রদ্ধাঞ্জলি : নুরুল আলম চৌধুরী 'তুই এমপি হবি'"আজাদী। ৩০ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "নুরুল আলম চৌধুরী আর নেই"বাংলানিউজ২৪.কম। ২৭ জানুয়ারি ২০১৯। ২৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯ 
  3. "বর্ষীয়ান রাজনীতিক নূরুল আলম চৌধুরীর প্রয়াণ"বৈশাখী টিভি। ২৭ জানুয়ারি ২০১৯। ২৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯ 
  4. "সাবেক সংসদ সদস্য নুরুল আলম চৌধুরী আর নেই"চ্যানেল আই। ২৭ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯ 
  5. "আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য নুরুল আলম চৌধুরী আর নেই"একুশে টেলিভিশন। ২৭ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯ 
  6. "List of 1st Parliament Members"www.parliament.gov.bd। ১৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "সাবেক সাংসদ ও কূটনৈতিক নূরুল আলম চৌধুরী আর নেই"বাংলাদেশ প্রতিদিন। ২৭ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯ 
  8. "সাবেক সংসদ সদস্য নুরুল আলম আর নেই"সমকাল। ২৭ জানুয়ারি ২০১৯। ২৯ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ 
  9. "List of 3rd Parliament Members" (পিডিএফ)www.parliament.gov.bd। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  10. "সাবেক সংসদ সদস্য নুরুল আলম চৌধুরীর মৃত্যু"কালের কণ্ঠ। ২৭ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯