বিষয়বস্তুতে চলুন

নিফিন আবু রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিফিন আবু রহমান
উপদল নেসেট এ প্রতিনিধিত্ব করে
২০১৮–২০১৯Joint List
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1881-11-24) ২৪ নভেম্বর ১৮৮১ (বয়স ১৪৩)
রেইনে, ইসরায়েল

নিফিন আবু রহমান (আরবি: نيفين ابو رحمون, হিব্রু ভাষায়: ניבין אבו רחמון‎; জন্ম ২৪ নভেম্বর ১৯৮১) একজন ইসরায়েলি আরব রাজনীতিবিদ যিনি ২০১৮ এবং ২০১৯ এর মধ্যে যৌথ তালিকার জন্য নেসেটের সদস্য হিসাবে কাজ করেছিলেন।

জীবনী

[সম্পাদনা]

আবু রাহমাউন আরব খ্রিস্টান পিতামাতার কাছে উত্তর ইস্রায়েলের একটি শহর রেইনে জন্মগ্রহণ করেন। বার-ইলান বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রির জন্য অধ্যয়ন করার আগে তিনি রাষ্ট্রবিজ্ঞান এবং যোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[] তিনি পরবর্তীতে ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে বুয়েইন নুজেইদাতের হাই স্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করেন, নাগরিক বিজ্ঞান পড়ান।[]

১৯৯৮ সাল থেকে বালাদের একজন সদস্য, [] আবু রাহমাউন ২০১৫ নেসেট নির্বাচনের আগে যৌথ তালিকায় (চারটি প্রধান আরব দলের জোট) ১৯তম স্থানে ছিলেন।[] যদিও দলটি মাত্র ১৩টি আসন জিতেছিল, আবু রাহমাউন ৮ আগস্ট ২০১৮-এ জোটের মধ্যে একটি ঘূর্ণন চুক্তির অংশ হিসাবে ওয়ায়েল ইউনিসের স্থলাভিষিক্ত হিসাবে নেসেটে প্রবেশ করেছিলেন।[] তিনি এপ্রিল ২০১৯ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, এবং তার আসন হারান।

দুই সন্তানের সাথে বিবাহিত, আবু রাহমাউন বুয়েইন নুজিদাতে থাকেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Biography Knesset
  2. Joint List ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০২-০৪ তারিখে Central Election Commission
  3. Edelstein refuses to sign MK's Arabic resignation letter The Jerusalem Post, 8 August 2018

বহিঃসংযোগ

[সম্পাদনা]