নগদ
পণ্যের ধরন | ডিজিটাল আর্থিক পরিসেবা |
---|---|
দেশ | বাংলাদেশ |
প্রবর্তন | ১১ নভেম্বর ২০১৮ |
সম্পর্কিত মার্কা | বাংলাদেশ ডাক বিভাগ |
বাজার | জাতীয় |
ট্যাগলাইন | ডাক বিভাগের ডিজিটাল লেনদেন |
ওয়েবসাইট | nagad |
নগদ অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা।[১][২] এটি থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত। এটি বাংলাদেশ ডাক বিভাগের পূর্বে চালুকৃত পোস্টাল ক্যাশ কার্ড এবং ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম (ইএমটিএস)-এর নতুন সংস্করণ।[৩]
নগদ অ্যাকাউন্ট খুলে একজন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে নিজের মোবাইলে অর্থ জমা, উত্তোলন এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থ স্থানান্তর সহ বিভিন্ন বিল পরিশোধ করতে পারেন। নগদ-এর সদর দফতর ঢাকার বনানী এলাকার কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]নগদ এর মালিকানা ডাক বিভাগ ও নগদ এর ৫১-৪৯ ভাগে বিভক্ত।
এপ্রিল ২০২১ এ ফোন করে কোড জানতে চেয়ে প্রতারকরা নগদ এ পাওয়া উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়।[৪]
অক্টোবর ২০২১ এ নগদের ঋণভার ডাক বিভাগ নিতে অস্বীকৃতি জানায়।[৫]
আগস্ট ২০২২ এ নগদ ফাইন্যান্স প্রাথমিক অনুমোদন পায়।[৬]
গঠন
[সম্পাদনা]এই আর্থিক পরিষেবাটি বাংলাদেশ ডাক আইন সংশোধনী ২০১০ ধারা ৩(২)-এর অধীনে নিয়ন্ত্রিত, বিশেষত বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ ডাক বিভাগ প্রণীত একটি স্বতন্ত্র আইন।[৭] বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক ১১ অক্টোবর ২০১৮ সালে এই ডিজিটাল আর্থিক সেবা চালু করা হয়। ২০১৯ সালের ২৬ মার্চ, বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে এটি কার্যক্রম শুরু করে।[৩]
নগদ-এর সেবাসমূহ
[সম্পাদনা]গ্রাহকরা *১৬৭ # ডায়াল করে এবং নগদ অ্যাপ ব্যবহার করে এর সেবাগুলো গ্রহণ করতে পারেন।[৮] যে কোনো নগদ অ্যাকাউন্টধারী নিজের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকা সাপেক্ষে যে কোনো সময় যে কোনো স্থান থেকে অন্য নগদ অ্যাকাউন্টধারী এজেন্ট পয়েন্ট থেকে এর সেবা উপভোগ করতে পারেন। গ্রাহক নগদ অ্যাপ ব্যবহার করে নিজেই নিজের অ্যাকাউন্ট চালু করতে পারেন।
নগদ-এর বর্তমান সেবাগুলো:
- হিসাব খোলা
- হিসাব এ টাকা জমা করা (ক্যাশ ইন)
- একটি নগদ হিসাব থেকে অন্য নগদ হিসাব এ টাকা পাঠানো (সেন্ড মানি)
- হিসাব থেকে টাকা উত্তোলন (ক্যাশ আউট)
- মোবাইলে এয়ারটাইম ক্রয়/রিচার্জের সুবিধা
- পণ্য কেনাকাটা বা সেবার বিনিময়ে মূল্য পরিশোধ করা (পেমেন্ট)
- বিল পরিশোধের সুবিধা
আরও দেখুন
[সম্পাদনা]- বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড
- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
- টেলিফোন শিল্প সংস্থা
- বঙ্গবন্ধু-১
- টেলিটক
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নগদ-এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ: টেলিযোগাযোগ মন্ত্রী"। banglanews24.com। ২৯ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "About Us"। নদগ। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ "PM opens digital financial service Nagad"। Dhaka Tribune। ২৬ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯।
- ↑ "হ্যাকাররা হাতিয়ে নিল প্রাথমিক উপবৃত্তির সাড়ে ৬ লাখ টাকা"। সিলেটের ডাক। ২০২১-০৪-১৭। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নগদের মালিকানা নিলেও ঋণের দায়ভার নেবে না ডাক বিভাগ"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৭।
- ↑ "নগদ ফাইন্যান্সের প্রাথমিক অনুমোদন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৫।
- ↑ "Post Office launches digital financial service "Nagad""। Banglanews24.com। ১১ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯।
- ↑ নগদ ওয়েব সাইট