দুলু মাঝির ভিটা
অবয়ব
দুলু মাঝির ভিটা | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | বগুড়া জেলা |
অবস্থান | |
অবস্থান | শিবগঞ্জ উপজেলা |
দেশ | বাংলাদেশ |
দুলু মাঝির ভিটা বা দলু মাঝির ভিটা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[১]
অবস্থান
[সম্পাদনা]বগুড়া জেলার কোতোয়ালি উপজেলার সরলপুর মৌযায় ও মহাস্থান থেকে দক্ষিণ-পশ্চিম এবং বলাই ধাপ ও ওঝা ধন্বন্তরির ভিটার কাছাকাছি এই স্থাপনা অবস্থিত।[২]
বিবরণ
[সম্পাদনা]দুলু মাঝির ভিটা দেখতে গোলাকার। এর ব্যাস প্রায় ১২০ মিটার এবং উচ্চতা ৫ মিটার। কিন্তু প্রায় ৬৫ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ জমি মূল ভুমি থেকে চাষের জন্য আলাদা করা হয়েছে। এই ভিটা পুরাতন ইট, পাথরে আবৃত।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "প্রত্নস্হলের তালিকা"। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। http://www.archaeology.gov.bd/। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া; প্রশ্নোত্তরে বাঙলাদেশের প্রত্নকীর্তি (প্রথম খন্ড); ঝিনুক প্রকাশনী; তৃতীয় মুদ্রণঃ মার্চ ২০১৩; পৃষ্ঠা-১৭৫-১৭৬, ISBN 984- 70112-0112-0