বিষয়বস্তুতে চলুন

ঢাকা-২

স্থানাঙ্ক: ২৩°৪২′ উত্তর ৯০°২০′ পূর্ব / ২৩.৭০° উত্তর ৯০.৩৪° পূর্ব / 23.70; 90.34
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাঢাকা জেলা
বিভাগঢাকা বিভাগ
মোট ভোটার
  • ৫,৫৮,৯৫৭ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,৮৯,৪৫৫
  • নারী ভোটার: ২,৬৯,৪৮৯
  • হিজড়া ভোটার: ১৩
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
বর্তমান সাংসদশূন্য

ঢাকা-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৫নং আসন।

সীমানা

[সম্পাদনা]

ঢাকা-২ আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড, ঢাকা মেট্রোপলিটন কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানা, সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন, তেঁতুলঝোড়া ইউনিয়নভাকুর্তা ইউনিয়ন, কেরানিগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন (হযরতপুর, কলাতিয়া, তারানগর, শাক্তা, রোহিতপুর, বাস্তা, কালিন্দী, এবং আগানগর ইউনিয়ন) নিয়ে গঠিত।[][]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচনের সময় ঢাকা-২ নির্বাচনী এলাকা গঠিত হয়েছিল।

বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে, ২০০১ সালে পরিচালিত আদমশুমারির প্রকাশিত জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে। যার কারণে ২০০৮ সালের নির্বাচনে ঢাকা মেট্রোপলিন এলাকায় ৭টি নতুন আসন যোগ হয় এবং ঢাকার আসনসমূহের সীমানা ব্যাপক হারে পরিবর্তীত হয়।

নির্বাচিত সাংসদ

[সম্পাদনা]
নির্বাচন সংসদ সদস্য দল
১৯৭৩ মোসলেম উদ্দিন খান বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ আব্দুল হালিম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ বোরহান উদ্দিন খান বাংলাদেশ আওয়ামী লীগ[][]
১৯৮৮ সম্মিলিত বিরোধী দল
১৯৯১ আব্দুল মান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ কামরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচনী ফলাফল

[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]

২০১৪ সাধারণ নির্বাচনে বিএনপির নেতৃত্বে বিরোধীদলসমুহ নির্বাচন বয়কট করলে কামরুল ইসলাম পুনরায় বিনাপ্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়।[]

২০০০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]
সাধারণ নির্বাচন ২০০৮: ঢাকা-২[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ কামরুল ইসলাম ১,৮০,১৭২ ৫৭.০ +৮.৩
বিএনপি মোঃ মতিউর রহমান ১,২৪,৬০০ ৩৯.৪ -১১.১
ইসলামী আন্দোলন রুহুল আমিন ৪,৮৩১ ১.৫ প্র/না
তরিকত ফেডারেশন সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারি ২,০১৭ ০.৬ প্র/না
জাকের পার্টি মোঃ জসিম উদ্দিন ১,৯৭১ ০.৬ প্র/না
বিকেএ মোঃ হাবিবুল্লাহ ১,৭৮৭ ০.৬ প্র/না
বিকল্পধারা ফজুলুল হক ৩৫২ ০.১ প্র/না
গণফ্রন্ট হামেদ আলী শেখ ২৪৮ ০.১ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি মোঃ মনিবুল হক ১৮৭ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫৫,৫৭২ ১৭.৬ +১৫.৮
ভোটার উপস্থিতি ৩,১৬,১৬৫ ৮৩.৬ +৫.১
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন, ২০০১: ঢাকা-২[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আব্দুল মান্নান ৭০,৯৫৮ ৫০.৫ +৩.৫
আওয়ামী লীগ মোহাম্মদ নুর আলী ৬৮,৪১৪ ৪৮.৭ +১৭.০
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট এম. আর. হারুন ৯০৬ ০.৬ প্র/না
জাতীয় পার্টি মতিউর রহমান ২১১ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২,৫৪৪ ১.৮ −১৩.৪
ভোটার উপস্থিতি ১,৪০,৪৮৯ ৭৮.৫ −১.১
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]
সাধারণ নির্বাচন, জুন ১৯৯৬: ঢাকা-২[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আব্দুল মান্নান ৫০,৮১৮ ৪৭.০ +৫.২
আওয়ামী লীগ আঃ বাতেন মিয়া ৩৪,৩৪৪ ৩১.৭ প্র/না
জাতীয় পার্টি একেএম আব্দুল হালিম ২০,৪৯২ ১৮.৯ +৪.৬
জামায়াতে ইসলামী বাংলাদেশ মিনহাজ উদ্দিন ১,৫৬৫ ১.৪ প্র/না
জাকের পার্টি মোঃ কাজী ফেরদৌস ৫০৩ ০.৫ -১.৯
ওয়ার্কার্স পার্টি খন্দকার আলী আব্বাস ২২১ ০.২ প্র/না
গণফোরাম নুর মোহাম্মদ শরিফ ১৫৩ ০.১ প্র/না
স্বতন্ত্র সুধির কুমার হাজরা ৬২ ০.১ প্র/না
স্বতন্ত্র দেওয়ান কামাল আনোয়ার ২৬ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৬,৪৭৪ ১৫.২ +৫.৬
ভোটার উপস্থিতি ১,০৮,১৮৪ ৭৯.৬ +২২.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: ঢাকা-২[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আব্দুল মান্নান ৩৭,৪১৫ ৪১.৮
বাকশাল আজিজুর রহমান ২৮,৮২০ ৩২.২
জাতীয় পার্টি সুধির কুমার হাজরা ১২,৭৭৮ ১৪.৩
ইউসিএল সিরাজ উদ্দিন আহমেদ ৭,২৮৪ ৮.১
জাকের পার্টি আরশেদ গাজী ২,১৩৫ ২.৪
স্বতন্ত্র দেওয়ান মিন্টু ৪২৯ ০.৫
বাংলাদেশ জাতীয় তাতি দল সিরাজ উদ্দিন ৩০২ ০.৩
জাসদ (রব) নাজিরুল ইসলাম ১৮২ ০.২
স্বতন্ত্র আবু মোঃ সুবিদ আলী ৬১ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৮,৫৯৫ ৯.৬
ভোটার উপস্থিতি ৮৯,৪০৬ ৫৭.৪
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে
  1. "ঢাকা-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  8. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]