টম্বো দ্বীপ
অবয়ব
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
টম্বো দ্বীপ হলো আটলান্টীয় মহাসাগরের একটি দ্বীপ যা গিনির কালোম উপদ্বীপের শেষ প্রান্তে অবস্থিত। ইহা লোঁ দ্বিপপুঞ্জের ৪ ক্রোশ পূর্বে।
গিনির রাজধানী কোনাক্রি নির্মাণের স্থানে দ্বীপটি অবস্থিত। পুরোনো শহর নির্মাণের স্থান ইহা, যেখানে নব ঔপনিবেশিক নগর কালোমে অবস্থিত। ইহা একটি সেতু দ্বারা উপদ্বীপের সাথে সংযুক্ত।
১২৮৬ সালের ৬ মাঘ দুব্রেকার রাজা এই দ্বীপটিকে একটি ফরাসি অভিভাবকত্বের অধীনে হস্তান্তর করেন। এই পদক্ষেপটি এই অঞ্চলে ক্রমবর্ধমান ইংরেজদের প্রভাব মোকাবেলা করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছিলো। ৯ পৌষ, ১২৯২-এ, আলমানীয়রা টোম্বো দ্বীপে প্রতিষ্ঠিত হতে এবং টোগো এবং ডাহোমের সীমান্তে একটি অঞ্চল প্রাপ্ত করার কথা ত্যাগ করে। ২৫ জ্যৈ���্ঠ, ১২৯৬-এ অধিগ্রহণের পর দ্বীপটি একটি ফরাসি অঞ্চলে পরিণত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- "History of Guinea" (French ভাষায়)। Guinea Government। ২০০৯। এপ্রিল ১৪, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১৬।