জারিয়া ইউনিয়ন
জারিয়া | |
---|---|
ইউনিয়ন | |
৪নং জারিয়া ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে জারিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫৬′৪″ উত্তর ৯০°৩৬′১৬″ পূর্ব / ২৪.৯৩৪৪৪° উত্তর ৯০.৬০৪৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | নেত্রকোণা জেলা |
উপজেলা | পূর্বধলা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জারিয়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার অন্তর্গত একটি।[১][২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ইতিহাস
[সম্পাদনা]প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]গ্রাম সমূহ
- দেওটুকোন
- মানুষউড়া
- মেঘাপাড়া
- ছনধরা
- নলডগড়া
- তুতিরপাড়া
- নোয়াপাড়া
- শালদীঘা
- গোজাখালীকান্দা
- ঘোমকান্দা
- দলদলা
- বাড়হা উত্তরপাড়া
- বাড়হা পঃ পাড়া
- বাড়হা দক্ষিণ পাড়া
- নোয়াগাও
- পূর্ব মৌদাম
- পশ্চিম মৌদাম
- জারিয়া পূর্বপাড়া
- নাটেরকোনা নলুয়াপাড়া
- নাটেরকোনা
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]শিক্ষার হার :জারিয়ার মাটিতে সবচেয়ে মুল্যবান প্রতিষ্ঠান এখানে কওমী মাদ্রাসা।প্রতিষ্ঠানঃঃজামিয়া ইসলামিয়া জারিয়া নাটেরকোনা।ভারপ্রাপ্ত প্রিন্সিপালঃমাওলানা মানছুরুল হক।খতিব ও ইমাম চড়পাড়া জামে মসজিদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান
১. এন জারিয়া ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়।
২. ডাঃ মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়।
৩. দেওটুকোন আব্দুল গণি উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাতাঃ মরহুম আলহাজ্ব আঃ গণি তালুকদার (চেয়ারম্যান)
জমিদাতাঃ মোঃ নজরুল ইসলাম তালুকদার
স্থাপিতঃ ১৯৮৮ সাল।
৪. বাড়হা জসমতিয়া দাখিল মাদ্রাসা
৫. মৌদাম এসইএসআইপি মডেল উচ্চ বিদ্যালয়, স্থাপিতঃ ২০০৪ সাল,
বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের SESIP প্রকল্প কর্তৃক আন্ডারসার্ভ এলাকায় স্থাপিত।
তৎকালীন মাননীয় জাতীয় সংসদ সদস্য মরহুম ডাঃ মোহাম্মদ আলী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
জমিদাতাঃ ১. মরহুম তাহের উদ্দিন তালুকদার, ২. মো: আবুল কালাম আজাদ, ৩. মো: আব্দুস সালাম তালুকদার ।
প্রধান শিক্ষক: মোহাম্মদ গোলাম মোস্তফা।
আধুনিক অবকাঠামো সমৃদ্ধ ভবনে বিদ্যালয়টির শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিবছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ অবদান রাখছে। প্রধান শিক্ষকের নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলি অত্যন্ত দক্ষতার সঙ্গে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে রাখছে গুরুত্ব পূর্ণ অবদান।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]কংস নদী বা কংশ নদী বা কংসবতী নদী বা কংসাই নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২২৮ কিলোমিটার, গড় প্রস্থ ৯৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আলী,বিশিষ্ট চিকিৎসক মরহুম সিদ্দিকুর রহমান,সাবেক চেয়ারম্যান মরহুম মিয়া হোসেন তালুকদার,সাবেক চেয়ারম্যান মরহুম সোহরাব মিয়া,সাবেক চেয়ারম্যান মরহুম গনি তালুকদার,স্বনামধন্য ব্যাবসায়ী মরহুম রুনু মিয়া সহ প্রমুখ ব্যাক্তিত্ত্ব এই ইউনিয়নের নাম উজ্জ্বল করেছেন।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান-আমিনুল ইসলাম মন্ডল নান্টু
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | আব্দুল গণি তালুকদার চেয়ারম্যান | ১৯৯৬-২০০১ |
০২ | আমিনুল ইসলাম মন্ডল নান্টু | ২০২১- |
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ | ||
০৭ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জারিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০।
- ↑ "পূর্বধলা উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ৪ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসা��িত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |