জর্ডানের রাজাদের তালিকা
অবয়ব
হাশেমীয় জর্ডান রাজ্যের বাদশাহ | |
---|---|
দায়িত্ব | |
দ্বিতীয় আবদুল্লাহ | |
বিস্তারিত | |
শৈলী | তাঁর মহিমা |
আপাত উত্তরাধিকারী | হুসাইন বিন আবদুল্লাহ |
প্রথম সম্রাট/সম্রাজ্ঞী | প্রথম আবদুল্লাহ |
গঠন | ১৯২১ |
জর্ডানের বাদশাহ হল জর্ডানের রাষ্ট্রপ্রধানের পদ। বাদশাহ জর্ডানের হাশিমি রাজপরিবারের প্রধান হিসেবেও দায়িত্বপালন করেন। তাকে মহামান্য (ইংরেজিতেঃ হিজ ম্যাজেস্টি) (صاحب الجلالة) হিসেবে সম্বোধন করা হয়।
ইতিহাস
[সম্পাদনা]ব্রিটেনের সহায়তায় ১৯২১ সালে জর্ডানে রাজতন্ত্র স্থাপিত হয়। মক্কার শরিফ হুসাইন বিন আলির পুত্রগণ ইরাক ও জর্ডানের বাদশাহ হন। প্রথম আবদুল্লাহ ১৯২১ সালের ১১ এপ্রিল ট্রান্সজর্ডান আমিরাতের আমির হয়েছিলেন। ১৯৪৬ সালের ২৫ মে ট্রান্সজর্ডান স্বাধীন হয়ে নতুন জর্ডান রাষ্ট্র গঠিত হওয়ার আগ পর্যন্ত তিনি আমির ছিলেন। এরপর তিনি জর্ডানের প্রথম বাদশাহ হন।
হাশিমি রাজপরিবারের মূল উৎসভূমি হেজাজ। বর্তমানে তা সৌদি আরবের অংশ।
জর্ডানের শাসক (১৯২১–বর্তমান)
[সম্পাদনা]ট্রান্সজর্ডান আমিরাত (১৯২১–১৯৪৬)
[সম্পাদনা]নাম |
জীবনকাল |
শাসন শুরু |
শাসন শেষ |
নোট |
পরিবার |
আলোকচিত্র |
---|---|---|---|---|---|---|
প্রথম আবদুল্লাহ
|
ফেব্রুয়ারি ১৮৮২ – ২০ জুলাই ১৯৫১1 (৬৯ বছর) |
১ এপ্রিল ১৯২১ | ২৫ মে ১৯৪৬ | পূর্বে ১৯২০ সালে স্বল্পকাল ইরাকের বাদশাহ মনোনীত হয়েছিলেন | আল-হাশিম |
নাম |
জীবনকাল |
শাসন শুরু |
শাসন শেষ |
নোট |
পরিবার |
আলোকচিত্র |
---|---|---|---|---|---|---|
প্রথম আবদুল্লাহ
|
ফেব্রুয়ারি ১৮৮২ – ২০ জুলাই ১৯৫১ (৬৯ বছর) |
২৫ মে ১৯৪৬ | ২০ জুলাই ১৯৫১ (নিহত) |
১৯৪৮ সালের জেরিকো সম্মেলনে ফিলিস্তিনের বাদশাহ ঘোষিত হন | আল-হাশিম | |
তালাল
|
২৬ ফেব্রুয়ারি ১৯০৯ – ৭ জুলাই ১৯৭২ (বয়স ৬৩) | ২০ জুলাই ১৯৫১ | ১১ আগস্ট ১৯৫২ (ক্ষমতা ত্যাগ) |
প্রথম আবদুল্লাহর পুত্র | আল-হাশিম | |
হুসাইন
|
১৪ নভেম্বর ১৯৩৫ – ৭ ফেব্রুয়ারি ১৯৯৯ (বয়স ৬৩) | ১১ আগস্ট ১৯৫২ | ৭ ফেব্রুয়ারি ১৯৯৯ | তালালের পুত্র | আল-হাশিম | |
দ্বিতীয় আবদুল্লাহ
|
৩০ জানুয়ারি ১৯৬২ | ৭ ফেব্রুয়ারি ১৯৯৯ | বর্তমান শাসক | হুসাইনের পুত্র | আল-হাশিম |
সময়রেখা
[সম্পাদনা]রাজকীয় পতাকা
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- The Hashemite Family Tree ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জুন ২০১৮ তারিখে