চীনা-তিব্বতি ভাষাসমূহ
অবয়ব
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (মে ২০২৪) |
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(মে ২০২৪) |
চীনা-তিব্বতি | |
---|---|
ভৌগোলিক বিস্তার | পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া |
ভাষাগত শ্রেণীবিভাগ | চীনা-তিব্বতি
|
The extension of various branches of Sino-Tibetan |
চীনা-তিব্বতি ভাষা হচ্ছে একটি ভাষা পরিবার; যাদের অন্তর্ভুক্ত প্রায় ৪০০টি ভাষা রয়েছে। এগুলো পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশীয়া ও দক্ষিণ এশিয়ার কিছু অংশে ব্যবহৃত হয়। ভাষাভাষীর দিক থেকে ইন্দো-ইউরোপিয়ান ভাষা পরিবারের পরই এটির অবস্থান। চীনা-তিব্বতি ভাষার মধ্যে চৈনিক ভাষার ব্যবহারকারী ১.২ বিলিয়ন, বর্মী ৩৩ মিলিয়ন এবং তিব্বতি ৮ মিলিয়ন।
ইতিহাস
[সম্পাদনা]১৯ 'শতকে প্রথম প্রস্তাব করা হয় যে, চীনা, তিব্বতি, বর্মী ও অন্যান্য কয অঞ্চলের ভাষার মধ্যে বংশগত সম্পর্ক রয়েছে; যা এখন সর্বজন বিদিত।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Handel (2008), pp. 422, 434–436.