বিষয়বস্তুতে চলুন

চিরকুট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিরকুট
উদ্ভবঢাকা, বাংলাদেশ
ধরনএপিক ফিউশন
কার্যকাল২০০২-বর্তমান
লেবেলবাটার রেকর্ডস, জি-সিরিজ
সদস্য
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

চিরকুট বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড। ২০০২ সালে এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়।[] তাদের গাওয়া 'আহা রে জীবন' ইরফান খান অভ���নীত ডুব চলচ্চিত্রে অত্যন্ত জনপ্রিয় হয়েছে।[]

ইতিহাস

[সম্পাদনা]

২০০২ সালে চিরকুট ব্যান্ডের জন্ম। এরপর গানে সুরে বেড়ে ওঠা। জন্মের আট বছর পর অর্থাৎ ২০১০ সালে চিরকুট তাদের প্রথম অ্যালবামটি প্রকাশ করে। এই দীর্ঘ সময় চিরকুট নিজেকে গুছিয়ে গড়া অ্যালবামটির নাম 'চিরকুটনামা'। অ্যালবামটির গানগুলো হচ্ছে—'খাজনা', 'কাটাকুটি', 'বন্ধু', 'আমি জানি না', 'ছোট্ট নদী', 'দয়াল', 'ফুল ফোটা গান', 'ঘরে ফেরা'। এগুলোর মধ্যে 'খাজনা' গানটি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শুধু তাই নয়, গানটির মিউজিক ভিডিও ইউটিউব সাফল্য পেয়ছে। চিরকুটের কাছ থেকে জানা যায়, তাদের ইউটিউব সাফল্য দেখে মিউজিক চ্যানেল এমটিভিও এই গানটি প্রচারের প্রস্তাব দিয়েছিল।[]

চিরকুটের প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’

চিরকুটের প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’। ব্যান্ডের নাম ‘চিরকুট’ ব্যান্ডের ভোকাল সুমির দেয়া। নভেম্বর, ২০১৬ তে সালে ক্যারিয়ার গড়তে পিন্টু ঘোষ চিরকুট ব্যান্ড ত্যাগ করেন। []

বর্তমান সদস্য

[সম্পাদনা]

প্রকাশিত অ্যালবাম

[সম্পাদনা]
  • চিরকুটনামা (২০০৮)
  • জাদুর শহর (২০১৩)
  • উধাও (২০১৮)
  • বুকা বুকা (২০২২)
  • খালাস (২০২২)
  • দেখা হোক দেখা হবে (২০২২)
  • যাযাবর (দ্য সুইজারল্যান্ড সঙ)

চলচ্চিত্রে চিরকুট

[সম্পাদনা]

বেশ কয়েকটি চলচ্চিত্রে সংগীত পরিচালনার কাজ করেছে এই ব্যান্ডটি। চলচ্চিত্রগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো 'জালালের গল্প', এই চলচ্চিত্রটি ২০১৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের ৮৮তম আসরে জন্য বিদেশি ভাষার ছবির বিভাগে বাংলাদেশ থেকে এই চলচ্চিত্রটিকে নির্বাচন করা হয়। ২০১৩ সালের ২৫ জানুয়ারিতে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় মুক্তিপ্রাপ্ত টেলিভিশন (চলচ্চিত্র) সিনেমার জন্য চিরকুটের "কানামাছি" গানটি বাংলাদেশে জনপ্রিয় হয়। ২০১৬ সালের সেপ্টেম্বর ৩০ তারিখে মুক্তি পাওয়া আয়নাবাজি  চলচ্চিত্রটির জন্য চিরকুটের কথা ও সুরে "দুনিয়া" গানটি অন্যতম জনপ্রিয় গান। ২০১৭ সালের ৪ আগস্ট মুক্তি পায় অনিমেষ আইচের পরিচালনায় ভয়ংকর সুন্দর আর এই চলচ্চিত্রে চিরকুটের "এই শহরে কাকটাও জেনে গেছে" গানটি অন্যতম জনপ্রিয়তা পেয়েছে।[][]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]
আরটিভি স্টার অ্যাওয়ার্ডস
বছর বিভাগ নাটক ফলাফল সূত্র
২০১৩ শ্রেষ্ঠ ব্যান্ড বিজয়ী []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ittefaq, The Daily। "গানের চিরকুট :: দৈনিক ইত্তেফাক"archive.ittefaq.com.bd 
  2. আহমেদ, শিবলী (২০১৭-১০-১২)। "শাওনের জন্মদিনে প্রকাশ পেল 'ডুব' এর গান"প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০২২-১০-০২ 
  3. "চিরকুট ছাড়লেন পিন্টু" 
  4. "অস্কারে যাচ্ছে 'জালালের গল্প'"Banglanews24[dot]com - News and Entertainment 24x7। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৫ 
  5. "'জালালের গল্প' আসছে শুক্রবার"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৫ 
  6. শাওন, রাশেদ (২৭ জানুয়ারি ২০১৩)। "আরটিভির সেরা সজল ও মৌসুমী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]