চাইল্ডহুড'স এন্ড (পিংক ফ্লয়েডের গান)
"চাইল্ডহুড'স এন্ড" | ||
---|---|---|
অব্সকিওর্ড বাই ক্লাউড্স অ্যালবাম থেকে | ||
পিংক ফ্লয়েড কর্তৃক সঙ্গীত | ||
প্রকাশিত | ওয়ার্ল্ড কপিরাইট লিমিটেড | |
মুক্তিপ্রাপ্ত |
| |
রেকর্ডকৃত | মার্চ ১৯৭২ চ্যাতু দ্য হেরোভিলে, পন্তোয়েজ, ফ্রান্স | |
ধারা | প্রোগ্রেসিভ রক, হার্ড রক | |
দৈর্ঘ্য | ০৪:৩৩ | |
লেবেল | হার্ভেস্ট | |
লেখক | ডেভিড গিলমোর | |
সুরকার | ডেভিড গিলমোর | |
প্রযোজক | পিংক ফ্লয়েড | |
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে "আনুষ্ঠানিক ভিডিও" |
"চাইল্ডহুড'স এন্ড" ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের, ১৯৭২ সালে প্রকাশিত সপ্তম স্টুডিও এ্যালবাম অব্সকিওর্ড বাই ক্লাউড্স-এর অন্তর্গত একক সঙ্গীত।[১][২] ১৯৮৭ সালের অ্যা মৌমানট্রি ল্যাপ্স অব রিজন এ্যালবাম প্রকাশের আগ পর্যন্ত এটা ছিল দলটির গিটারবাদক ডেভিড গিলমোরের পূর্ণ সঙ্গীতায়োজন করা পিংক ফ্লয়েডের শেষ গান। ডেভিড এই গানের গীতিকারও ছিলেন। গানটির শিরোনাম আর্থার সি ক্লার্কের ১৯৫৩ সালে প্রকাশিত একই নামের বৈজ্ঞানিক কল্প-উপন্যাস হতে নেয়া হয়েছিল। গানটি বারবেট শ্রোডার পরিচালিত ১৯৭২ সালের চলচ্চিত্র লা ভ্যালে -তে ব্যবহার করা পিংক ফ্লয়েড প্রযোজিত ১০টি গানের একটি।[৩] ১০টি অক্টোবর, ২০১৬ তে প্রকাশিত দ্য আরলি ইয়ার্স ১৯৬৫–১৯৭২ বক্স সেটের প্রচারণার জন্য দ্বিতীয় একক হিসেবে "চাইল্ডহুড'স এন্ড"-এর একটি রিমিক্স সংস্করণ বের হয়েছিল।
সরাসরি পরিবেশনা
[সম্পাদনা]"চাইল্ডহুড'স এন্ড" গানটি ১৯৭২ সালের ডিসেম্বরে পিংক ফ্লয়েডের ইউরোপ সফর এবং মার্চ, ১৯৭৩ সালের উত্তর আমেরিকা সফরের কয়েকটি শো'তে সরাসরি পরিবেশিত হয়েছিল।[৩] গানটির সরাসরি পরিবেশিত সংস্করণটি মূল গানের সঙ্গীতায়োজনে না থাকা ভিন্ন বৈশিষ্টে পূর্ণ; অতিরিক্ত যন্ত্র সঙ্গীতের উপাদানযুক্ত এবং মূল স্টুডিও সংস্করণ হতে দীর্ঘ। সরাসরি পরিবেশনা গুলির মাঝে ১৯৭৩ সালের ১০ মার্চ কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের উপস্থাপিত সর্বশেষ পরিবেশনাটি ব্যাতিক্রম, এসময় মূল গানের স্টুডিও সংস্করণ পরিবেশিত হয়েছিল। সরাসরি পরিবেশিত সংস্করণটি এফ-শার্প মাইনর কর্ডে সঞ্চালিত,যা ই-মাইনর কর্ডে সঞ্চালিত স্টুডিও সংস্করণ হতে একধাপ উপরের সঙ্গীত নোট। নিক মেইসন'স সসারফুল অব সিক্রেটস সঙ্গীতদল তাদের ২০১৯ সালের বিশ্বসফরে গানটিকে পুনরুজ্জীবিত করে।[৪]
কর্মীবৃন্দ
[সম্পাদনা]- ডেভিড গিলমোর – মূল কন্ঠ, একুয়োস্টিক ও ইলেকট্রিক গিটার
- রজার ওয়াটার্স – বেস গিটার
- রিচার্ড রাইট – হ্যামন্ড অরগান, ইএমএস ভিসিএস ৩ সিন্থেসাইজার
- নিক মেইসন – ড্রামস
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ স্ট্রং, মার্টিন সি (২০০৪)। দ্য গ্রেট রক ডিস্কোগ্রাফি (৭ম সংস্করণ)। এডিনবার্গ: ক্যাননগেট বুক্স। পৃষ্ঠা ১১৭৭। আইএসবিএন 1-84195-551-5।
- ↑ অ্যান্ডি ম্যাবেট (১৯৯৫), ক্রিস চার্লসওয়ার্থ, সম্পাদক, The Complete Guide to the Music of Pink Floyd, The Complete Guide to the Music of... (ইংরেজি ভাষায়), অমনিবাস প্রেস, ওসিএলসি 159682390, Wikidata Q25765650
- ↑ ক খ "Pink Floyd Release Video for Their 1972 Classic "Childhood's End""। guitarworld (ইংরেজি ভাষায়)। ২০১৬-১০-০৭। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৩।
- ↑ "Review: Nick Mason's Saucerful of Secrets in Vancouver"। ভ্যানকুভার সান। ২০১৯-০৩-১৩। সংগ্রহের ত���রিখ ২০২০-১০-১১।