চন্দ্রবংশ (মহাভারত)
চন্দ্রবংশ | |
---|---|
রাজধানী | মথুরা, হস্তিনাপুর |
প্রচলিত ভাষা | সংস্কৃত |
ধর্ম | হিন্দুধর্ম |
সরকার | রাজতন্ত্র |
রাজশাসক |
চন্দ্রবংশ (সংস্কৃত: चन्द्रवंशा, আইএএসটি: Candravaṃśā) হল ক্ষত্রিয় বর্ণের কিংবদন্তির প্রধান কেন্দ্র, বা যোদ্ধা-শাসক বর্ণ যা প্রাচীন ভারতীয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে। এই কিংবদন্তি রাজবংশটি দেবতা সোম বা চন্দ্রের বংশধর বলে বলা হয়।[১]
হিন্দু দেবতা কৃষ্ণ চন্দ্র রাজবংশের যদুবংশ শাখায় জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। চন্দ্রবংশ রাজবংশের রাজধানী ছিলো মথুরা, হস্তিনাপুর।
কিংবদন্তি
[সম্পাদনা]শতপথ ব্রাহ্মণ অনুসারে, পুরূরবা ছিলেন দেবতা বুধের পুত্র (প্রায়শই সোমের পুত্র হিসাবে বর্ণনা করা হয়) এবং লিঙ্গ পরিবর্তনকারী দেবতা ইলা (মনুর কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন)।[২] পুরূরবার প্রপৌত্র ছিলেন যযাতি, যাঁর যদু, তুর্বাশু, দ্রুহ্যু, অনু ও পুরু নামে পাঁচজন পুত্র ছিল। এগুলো বেদে বর্ণিত পাঁচটি বৈদিক উপজাতির নাম বলে মনে হয়।[৩]
মহাভারত অনুসারে, রাজবংশের পূর্বপুরুষ ইলা প্রয়াগ থেকে শাসন করতেন এবং তার একটি পুত্র শশবিন্দু ছিল যিনি বাহ্লিক দেশে শাসন করতেন।[৪] ইলা ও বুধের পুত্র ছিলেন পুরূরবা যিনি সমগ্র পৃথিবীর প্রথম চন্দ্রবংশ রাজা হয়েছিলেন। ইলার বংশধররাও ঐল নামে পরিচিত ছিল।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Paliwal, B. B. (২০০৫)। Message of the Purans। Diamond Pocket Books Ltd। পৃষ্ঠা 21। আইএসবিএন 978-8-12881-174-6।
- ↑ Thapar 2013, পৃ. 308।
- ↑ A. K. Warder (১৯৭২)। An Introduction to Indian Historiography। Popular Prakashan। পৃষ্ঠা 21–22।
- ↑ Doniger, Wendy (১৯৯৯)। Splitting the difference: gender and myth in ancient Greece and India। University of Chicago Press। পৃষ্ঠা 273। আইএসবিএন 978-0-226-15641-5। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১১।
- ↑ Encyclopaedia of the Hindu world, Volume 1 By Gaṅgā Rām Garg