ঘাগরা চোলি
অবয়ব
ঘাগরা চোলি (ভারতে "ছোলি") একটি ঐতিহ্যবাহী উপমহাদেশীয় পোশাক যা গুজরাত এবং রাজস্থান রাজ্যে নারীরা পরিধান করে থাকে ।[১][২] [৩] পোশাকটি টাইট-ফিটিংযুক্ত।এর উপরিভাগে সমৃদ্ধ সূচির কাজ করা হয় যা হাতা ছাড়িয়ে বা না ছাড়িয়ে নাভির উপরে পৌঁছায়। এটিতে একটি দীর্ঘ স্কার্ট/লেহেঙ্গা এবং একটি ব্লাউজ থাকে যা দিয়ে ঘাড়, মাথা বা বুক ঢাকা হয় । পুরো পোশাকটি বেশ বর্ণিল। উপরের অংশগুলি প্রায়শই জোড়াতালি দিয়ে তৈরি করা হয়। যেখানে অনেক সময় আয়না লাগানো থাকে। কখনও কখনও তাতে সোনালি জরির দারুণ কাজ থাকে।
গ্যালারি
[সম্পাদনা]-
শ্রিয়া সরন আম্বি ভ্যালি সিটি ভারত বিবাহ সপ্তাহ ২০১০।
-
অঞ্জনা সুখানী লাকমি ফ্যাশন উইকে
তথ্যসূত্র
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ঘাগরা চোলি সংক্রান্ত মিডিয়া রয়েছে।