গদা
অবয়ব
গদা (সংস্কৃত: गदा, কন্নড়: ಗದೆ, তেলুগু: గద, তামিল: கதை, মালয়: গেদক) হল ভারতীয় উপমহাদেশের মুগুর[১] বা দণ্ড বা ভোঁতা গদা।[২] কাঠ বা ধাতু দিয়ে তৈরি, এটির মূলত দণ্ড বসানো গোলাকার মাথা থাকে, যার উপরে গজাল থাকে। ভারতের বাইরে, গদা দক্ষিণ-পূর্ব এশিয়াতেও গৃহীত হয়েছিল, যেখানে এটি এখনও সিলতে ব্যবহৃত হয়। অস্ত্রটির ইন্দো-ইরানীয় উৎপত্তি হতে পারে কারণ পুরাতন ফার্সিও ক্লাব অর্থে গাদা শব্দটি ব্যবহার করে।
গদা হল হিন্দু দেবতা হনুমানের প্রধান অস্ত্র।[২] বিষ্ণু তার চারটি হাতের একটি হাতে কৌমোদকী নামে গদা বহন করেন।[৩] মহাকাব্য মহাভারতে, যোদ্ধা বলরাম, ভীম, দুর্যোধন, জরাসন্ধ ও অন্যান্যদেরকে গদার প্রভু বলা হয়।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ গদা, বাংলা, বিশেষ্য, bn.m.wiktionary.org
- ↑ ক খ About: Gada (mace), Bbpedia.org (ইংরেজি ভাষায়)
- ↑ "Gada, The Mace of Vishnu. Some refer to me by the name "Kaumodaki""। ২৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২।