বিষয়বস্তুতে চলুন

গড়বেতা

স্থানাঙ্ক: ২২°৫২′ উত্তর ৮৭°২২′ পূর্ব / ২২.৮৬° উত্তর ৮৭.৩৬° পূর্ব / 22.86; 87.36
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গড়বেতা
সেন্সাস টাউন
গড়বেতা পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
গড়বেতা
গড়বেতা
গড়বেতা ভারত-এ অবস্থিত
গড়বেতা
গড়বেতা
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫২′ উত্তর ৮৭°২২′ পূর্ব / ২২.৮৬° উত্তর ৮৭.৩৬° পূর্ব / 22.86; 87.36
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপশ্চিম মেদিনীপুর জেলা
সরকার
 • বিধায়কউত্তরা সিংহ হাজরা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
জনসংখ্যা (২০১১)
 • মোট৫,১০৯
ভাষা
 • সরকারিবাংলা
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
লোকসভা কেন্দ্রঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র
বিধানসভা কেন্দ্রগড়বেতা বিধানসভা কেন্দ্র
ওয়েবসাইটpaschimmedinipur.gov.in
গড়বেতা রেলওয়ে স্টেশন
শিলাবতী নদীতে সূর্যাস্ত, গড়বেতা

গড়বেতা (ইংরেজি:Garbeta), ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদরের মহকুমার গড়বেতা-১ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি শহর। এটি শিলাবতী নদীর তীরে অবস্থিত। বাংলায ভাষায় গড় শব্দের অর্থ নালা বা খাল। পূর্বের শহরের সীমানা একটি ছোট খাল দ্বারা ঘিরে ছিল। গড়বেতা এছাড়াও গড়হবেতা হিসাবে বানান করা যেতে পারে।

ইতিহাস

[সম্পাদনা]

আজকের গড়বেতা ও বগড়ী অঞ্চল একদিন বকদ্বীপ নামে খ্যাত ছিল। ইহা এক প্রাচীন জনপদ। যদিও এ কাহিনীর সত্যতা জানা যায়নি, মহাভারতের যুগে জঙ্গলাকীর্ন এই জনপদে অনার্যদের বাস ছিল। রাক্ষসরাজ বকাসুর ছিলেন এই জনপদের রাজ। এই বকাসুর নিহত হয়েছিলেন ভীমের হাতে। সেই সময় পঞ্চপান্ডব ছদ্মবেশে একাচক্রনগরে বসবাস করতেন বলে অনকেই উল্লেখ করেছে। জানতে পারা যায় এই একাচক্র নগর আজকের একাড়িয়া গ্রাম। গড়বেতা ও বগড়ী পরগনাকে নিয়ে বিভিন্ন সময়ে অনেক লেখক বিভিন্ন গ্রন্হ লিখেগেছেন। যেমন হিড়ম্ব রাক্ষস বাস করতেন হিড়ম্বকবনে যেখানে হিড়ম্বকে বধ করে হিড়িম্বাকে বিবাহ করেন। অনেকে বলেন হিড়িড়গেড়্যা জঙ্গল সেদিনের হিড়ম্বক বন। এখানে প্রাচীন মন্দির দেখতে পাওয়া, যেমন মাসর্ব্বমঙ্গলার মন্দির। এখানে প্রতিদিন অন্নভোগ রান্না হয়। আছে দ্বাদশ সিবালয় মন্দির। বগড়ীর মাইতা গ্রামে কৃষ্ণ রাইজীর মন্দির, যে মন্দির দর্শনে এসেছিলেন মা সারদা। একদিন সারা বাঙলা জুড়ে যে বোস নাঙ্গল খ্যাতি অর্জন করেছিল সেই বসু পরিবারের বাসভূমী এখানেই। গড়বেতা যেমন প্রাচীন জনপদ, তেমনই এখানে জন্মগ্রহণ করেছিলেন বীর সন্তানেরা। গড়বেতার বুকে বসে গড়বেতার ইতিহাস লিখেছেন সাংবাদিকও গবেষক শ্রী তারাশংকর ভট্টাচার্য, বকদ্বীপ খ্যাত শ্রী মতিলাল বিশ্বাস, শালফুল গ্রহণ্ত প্রনেতা শ্রী প্রবোধ চন্দ্র সরকার , বগড়ী রাজ্যের ইতিহাস লিখেছেন গৌরীপদ চ্যাটার্জী প্রাক্তন অধ্যক্ষ গড়বেতা কলেজ

দ্রষ্টব্য স্থানগুলি

[সম্পাদনা]

মা সর্বমঙ্গলার মন্দির, দ্বাদশ সিবালয় মন্দির, কৃষ্ণ রাইজিউর মন্দির,জগন্নাথ দেবের মন্দির,বাবা বসন্ত রায়ের মন্দির, গনগনীর খাদ (বাঙলার গ্রান্ড ক্যনিয়ন)

Sarbamangala Temple of Garhbeta
KANU THAKUR SAMADHI MANDIR
সতেরোচূড়া রাসমঞ্চ, গড়বেতা

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে গড়বেতা শহরের মোট জনসংখ্যা ৫,১০৯ জন, যার মধ্যে ২,৫৭৬ (৫০%) পুরুষ এবং ২,৫৩৩ (৫০%) মহিলা ছিলেন। ৬ বছরের নিচে জনসংখ্যা ৪৬৩ জন। গড়বেতার সাক্ষরতার মোট সংখ্যা ৩,৮৮৬ জন (৭৬.০৬% )।[]

সিডি ব্লক সদর দফতর

[সম্পাদনা]

গড়বেতা-১ ব্লক-এর সদর দপ্তর গড়বেতা শহরে অবস্থিত। []

গড়বেতা শহরের অবস্থিত গড়বেতা থানার আওতাধীন রয়েছে গড়বেতা-১, গড়বেতা-২ এবং গড়বেতা-৩ সিডি ব্লকগুলি। [][]

অর্থনীতি

[সম্পাদনা]

এই এলাকার অর্থনীতি কৃষি ভিত্তিক। প্রধান ফসলগুলি গুলি হল ধান, আলু, গম, পাট ও সবজি প্রভৃতি। কিছু গ্রামবাসী মাছ ধরার, হকিং এবং বয়ন মধ্যে নিযুক্ত করা হয়। শহরের একটি ছোট অংশের মানুষ সরকারি কর্মচারী এবং স্কুল শিক্ষক আর অধিকাংশ লোক মধ্যবিত্তের নিচের দিক থেকে মধ্যবিত্ত শ্রেণী। রায় টায়ার সেন্টার,[][] নিউ এমআরএফ এক্সক্লুসিভ স্টোরে পরিবহন ব্যবসার সমস্ত টায়ার, গড়বেতা ও তার আশপাশের অন্যান্য গাড়ির জন্য সরবরাহ করে।

পরিবহন

[সম্পাদনা]

গড়বেতা ভালভাবে জাতীয় সড়ক এবং রেলপথের সাথে মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, ঘাটাল, হাওড়া প্রভৃতি শহরের সঙ্গে যুক্ত রয়েছে। স্থানীয় পরিবহন বাস, মিনিবাস, অটোরিকশা এবং ভ্যান রিক্সার দ্বারা সম্পর্ণ হয়।

রেলপথে

[সম্পাদনা]

গড়বেতা রেলওয়ে স্টেশন নামে একটি রেলওয়ে স্টেশন আছে গড়বেতা শহরে। স্টেশনটির কোড হল জিবিএ (GBA)। রাঁচি থেকে একটি প্যাসেঞ্জার ট্রেন রোজ পুরুলিয়া জংশন , আদ্রা জংশন ও বাঁকুড়া জংশন হয়ে এখানে পৌঁছয়।

শিক্ষা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "২০১১ Census – Primary Census Abstract Data Tables"West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৮ 
  2. "District Census Handbook: Paschim Medinipur" (পিডিএফ)Map of Paschim Medinipur with CD Block HQs and Police Stations (on the fifth page)। Directorate of Census Operations, West Bengal, 2011। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৮ 
  3. "District Statistical Handbook 2014 Paschim Medinipur"Tables 2.1, 2.2। Department of Statistics and Programme Implementation, Government of West Bengal। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৮ 
  4. "District at a Glance"। Paschim Medinipur District Police। ২৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৮ 
  5. Roy Tyre Centre MRF Exclusive
  6. https://goo.gl/maps/uobHagZUo642

7. পুরাকীর্তি ভ্রমণ : গড়বেতা