খুশবন্ত সিং
খুশবন্ত সিং | |
---|---|
জন্ম | খুশাল সিং ২ ফেব্রুয়ারি ১৯১৫ |
মৃত্যু | ২০ মার্চ ২০১৪ নয়া দিল্লি ,ভারত | (বয়স ৯৯)
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | সেন্ট স্টিফেন্স কলেজ দিল্লি কিংস কলেজ লন্ডন |
পেশা | সাংবাদিক , লেখক, ঐতিহাসিক |
দাম্পত্য সঙ্গী | কাওয়াল মালিক |
স্বাক্ষর | |
খুশবন্ত সিং ভারতের বিখ্যাত রম্যলেখক ও সাংবাদিকদের একজন। ১৯১৫ সালের ২ ফেব্রুয়ারি তিনি অবিভক্ত ভারতের পাঞ্চাবের হাদালিতে জন্ম গ্রহণ করেন। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর অঞ্চলটি পাকিস্তানের অধীনে চলে যায়।
ক্যারিয়ার
[সম্পাদনা]তিনি সংবাদপত্র যোজনা’র প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়াও ভারতের ‘দ্য ন্যাশনাল হেরাল্ড’ ও ‘দ্য হিন্দুস্তান টাইমস’ও সম্পাদনা করেছেন। ১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি ভারতের লোকস��ার সদস্য ছিলেন।
গ্রন্থ
[সম্পাদনা]তাঁর লেখা জনপ্রিয় বইগুলোর মধ্যে অন্যতম ট্রেন টু পাকিস্তান, আই শ্যাল নট হিয়ার দ্য নাইটিঙ্গেল এবং দিল্লি। খুশবন্ত ৯৫ বছর বয়সে ‘দ্য সানসেট ক্লাব’ উপন্যাস লেখেন। এছাড়াও তার ননফিকশন দুইখণ্ডের রচনা, ‘অ্যা হিস্টরি অব দ্য শিখস’ ছাড়াও অনুবাদ, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে লেখা, উর্দু কবিতা সব মিলিয়ে তার লেখার পরিমাণ অনেক। ২০০২ সালে পেঙ্গুইন থেকে তার আত্মজীবনী ‘ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটল ম্যালিস’ প্রকাশিত হয়।
সম্মাননা
[সম্পাদনা]১৯৭৪ সালে খুশবন্ত ভারতের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পদক পদ্মভূষণ অর্জন করেন। [১] কিন্তু অমৃতসরের স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের প্রতিবাদে ১৯৮৪ সালে তিনি পদ্মভুষণ ফিরিয়ে দেন। ২০০৭ সালে তিনি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পদক পদ্মবিভূষণে সম্মানিত হন। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২১, ২০১৫।
- ↑ TNT (২৮ জানুয়ারি ২০০৮)। "Those who said no to top awards"। The Times of India। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৫।
- ১৯১৫-এ জন্ম
- ২০১৪-এ মৃত্যু
- ভারতীয় লেখক
- সাহিত্য ও শিক্ষায় পদ্মবিভূষণ প্রাপক
- ভারতীয় সাংবাদিক
- হিন্দি ভাষার লেখক
- পাঞ্জাবি ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় ঔপন্যাসিক
- ২০শ শতাব্দীর ভারতীয় সাংবাদিক
- ভারতীয় অজ্ঞেয়বাদী
- ভারতীয় বেসামরিক কর্মচারী
- কিংস কলেজ লন্ডনের প্রাক্তন শিক্ষার্থী
- লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় কলাম লেখক
- ভারতীয় পুরুষ সাংবাদিক
- ভারতীয় সংবাদপত্র সম্পাদক
- ভারতীয় পুরুষ ঔপন্যাসিক
- সাহিত্য ও শিক্ষায় পদ্মভূষণ প্রাপক
- লাহোরের ব্যক্তি
- ভারতীয় নাস্তিক
- প্রাক্তন শিখ
- দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- রাজ্যসভার মনোনীত সদস্য
- ভারতীয় পুরুষ ছোটগল্পকার
- ২০শ শতাব্দীর ভারতীয় নাট্যকার
- ভারতীয় পুরুষ নাট্যকার
- পাঞ্জাব, ভারতের সাংবাদিক