খিলা রেলওয়ে স্টেশন
অবয়ব
খিলা রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | মনোহরগঞ্জ উপজেলা কুমিল্লা জেলা, চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৯০৩ |
অবস্থান | |
খিলা রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]১৯০৩ সালে আসাম বেঙ্গল রেলওয়ের পরিচালনায় বেসরকারি লাকসাম-নোয়াখালী রেল শাখা চালু হয় এবং এই লাইনের স্টেশন হিসেবে খিলা রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ১৯০৫ সালে এই লাইনটি সরকার কিনে নেয় এবং ১৯০৬ সালে ১ জানুয়ারি আসাম-বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয়।[৩]
পরিষেবা
[সম্পাদনা]খিলা রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল কারী ট্রেনের তালিকা নিম্নে উল্লেখ করা হলো:
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জনবল সংকটে বন্ধ হয়ে গেছে কুমিল্লার ১৩টি রেলস্টেশন"। ঢাকা ট্রিবিউন Bangla। ২০১৯-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "লাকসামে রেলের জমির মাটি কেটে নেয়ার অভিযোগ"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।