কে. চন্দ্রশেখর রাও
অবয়ব
কে. চন্দ্রশেখর রাও | |
---|---|
তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২ জুন ২০১৪ | |
গভর্নর | ই. এস. এল. নরসিমান তামিলিসাই সৌন্দররাজন |
পূর্বসূরী | কার্যালয় প্রতিষ্ঠিত |
ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী | |
কাজের মেয়াদ ২৭ নভেম্বর ২০০৪ – ২৪ আগস্ট ২০০৬ | |
প্রধানমন্ত্রী | মনমোহন সিং |
পূর্বসূরী | সিস রাম ওলা |
উত্তরসূরী | মনমোহন সিং |
ভারতের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী | |
কাজের মেয়াদ ২২ মে ২০০৪ – ২৫ মে ২০০৪ | |
প্রধানমন্ত্রী | মনমোহন সিং |
পূর্বসূরী | শত্রুঘ্ন সিনহা |
উত্তরসূরী | টি. আর. বালু |
সংসদ সদস্য, লোকসভা | |
কাজের মেয়াদ ২০০৯ – ২০১৪ | |
নির্বাচনী এলাকা | মাহবুবনগর (তেলেঙ্গানা) |
কাজের মেয়াদ ২০০৪ – ২০০৯ | |
নির্বাচনী এলাকা | করিমনগর (তেলেঙ্গানা) |
তেলেঙ্গানা বিধানসভার সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০১৪ | |
নির্বাচনী এলাকা | গাজয়েল, তেলেঙ্গানা |
কাজের মেয়াদ ১৯৮৫ – ২০০৪ | |
নির্বাচনী এলাকা | সিদ্ধিপেট, তেলেঙ্গানা |
তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সভাপতি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৭ এপ্রিল ২০০১ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | চিন্তামদাকা,[১][২] হায়দ্রাবাদ রাজ্য, (বর্তমান সময়ে তেলেঙ্গানা) ভারত | ১৭ ফেব্রুয়ারি ১৯৫৪
রাজনৈতিক দল | তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (২০০১) থেকে |
অন্যান্য রাজনৈতিক দল | তেলুগু দেশম পার্টি (১৯৮৩–২০০১) |
দাম্পত্য সঙ্গী | কে. শোভা |
সন্তান | কে. টি. রামা রাও (ছেলে) কে. কবিতা (মেয়ে) |
আত্মীয়স্বজন | টি. হরিশ রাও (ভাতিজা) যোগিনপল্লী সন্তোষ কুমার (ভাতিজা) |
বাসস্থান | প্রগতি ভবন |
প্রাক্তন শিক্ষার্থী | ওসমানী বিশ্ববিদ্যালয় |
কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও (জন্ম ১৭ ফেব্রুয়ারী ১৯৫৪), প্রায়শই তার আদ্যক্ষর KCR/কেসিআর দ্বারা উল্লেখ করা হয়, একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ২০১৪ সাল থেকে তেলেঙ্গানার প্রথম এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের তেলেঙ্গানার একটি আঞ্চলিক দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির প্রতিষ্ঠাতা ও নেতা। তিনি তেলেঙ্গানার রাজ্যত্ব অর্জনের জন্য তেলেঙ্গানা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত। পূর্বে তিনি ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাও ২০১৪ সালে তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Chief Minister - Sri K. Chandrashekar Rao"। Cm.telangana.gov.in।
- ↑ "Second Telangana Legislative Assembly Constituted on 12.12.2018 : District wise List of members"। Cm.telangana.gov.in। ৯ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২।
বিষয়শ্রেণীসমূহ:
- ১৯৫৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- চতুর্দশ লোকসভার সদস্য
- পঞ্চদশ লোকসভার সদস্য
- ষোড়শ লোকসভার সদস্য
- তেলেঙ্গানার রাজনীতিবিদ
- ভারত রাষ্ট্র সমিতির রাজনীতিবিদ
- তেলেঙ্গানা বিধানসভার সদস্য ২০১৪-২০১৮
- তেলুগু দেশম পার্টির রাজনীতিবিদ
- অন্ধ্রপ্রদেশের লোকসভা সদস্য
- তেলেঙ্গানার লোকসভা সদস্য
- ভারতীয় রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা
- ভারতের শ্রম মন্ত্রী
- অন্ধ্রপ্রদেশ বিধানসভার সদস্য ১৯৮৫-১৯৮৯
- অন্ধ্রপ্রদেশ বিধানসভার সদস্য ১৯৮৯-১৯৯৪
- অন্ধ্রপ্রদেশ বিধানসভার সদস্য ১৯৯৪-১৯৯৯
- অন্ধ্রপ্রদেশ বিধানসভার সদস্য ১৯৯৯-২০০৪
- তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী