কেশব মহন্ত
কেশব মহন্ত | |
---|---|
জন্ম | ২০ জানুয়ারী, ১৯২৬ শোণিতপুর জেলা, অসম |
মৃত্যু | ৩১ মার্চ, ২০০৬[১] গুয়াহাটি, অসম |
পেশা | কবি, গীতিকার, শিক্ষাবিদ |
ভাষা | অসমীয়া |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারতীয় |
উল্লেখযোগ্য রচনাবলি | মোর যে কিমান হেঁপাহ তোমার তেজ |
উল্লেখযোগ্য পুরস্কার | ১৯৯৩: সাহিত্য অকাদেমি পুরস্কার[২] ২০০০: বিষ্ণু রাভা পুরস্কার |
কেশব মহন্ত (ইংরেজি: Keshab Mahanta; অসমীয়া: কেশৱ মহন্ত) অসমের একজন কবি, গীতিকার ও শিক্ষাবিদ। তিনি প্রকৃতি ও মানবতাকে নিয়ে অসংখ্য গান রচনা করেছেন। বিভিন্ন পুরস্কার ও সম্মান ছাড়াও অসমীয়া সাহিত্যের জন্য ২০০১ সন থেকে অসম সরকারের নিকট সাহিত্যিক পেঞ্চন লাভ করেন।
জন্ম ও শৈশব
[সম্পাদনা]১৯২৬ সনের ২০ জানুয়ারি তারিখে অসমের শোণিতপুর জেলার মিজিকাজান চা-বাগানে কেশব মহন্তের জন্ম হয়। তার পিতার নাম থানেশ্বর মহন্ত। মাগুর মরা প্রাইমারী বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ১৩৭ সনে শতিয়া মজলীয়া সরকারী বিদ্যালয়ে নামভর্তী করেন। ১৯৪৪ সনে মেট্রিকুলেশন ডিগ্রী সমাপ্ত করে ১৯৪৬ সনে গুয়াহাটির কটন কলেজ থেকে আই.এ পরিক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৬ সনে বি.এ ডিগ্রী লাভ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]১৯৫২ সনে জামুগুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক রুপে যোগদান করেন। তারপর ১৯৫৬ সনে গুয়াহাটি ডনবস্কো স্কুলে শিক্ষক রুপে যোগদান করেন। ১৯৫১ সনে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে প্রকাশক-অনুবাদক রুপে কার্যনির্বাহ করেন। ১৯৭২-১৯৭৭ সন পর্ষন্ত বি.বরুয়া মহাবিদ্যালয়ে প্রবক্তা রুপে কাজ করেন। ১৯৮৪ সনে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশন বিষয়া রুপে অবসর গ্রহণ করেন। তিনি লুইত, প্রবাহ, মুখপত্র, নতুন সাহিত্য ইত্যাদি আলোচনী পত্রিকায় সম্পাদক রুপেও কাজ করেছেন।
মৃত্যু
[সম্পাদনা]২০০৬ সনের ৩০ মার্চ তারিখে গুয়াহাটির নীগাজী পাম বাসগৃহে তার মৃত্যু হয়।
কেশব মহন্তের সাহিত্যিক অবদান
[সম্পাদনা]গীত
[সম্পাদনা]- রোদ জিকিমিকি
- বুকুত এজাক ধুমুহা
- কুঁয়লী আঁতরি যা
- মোর যে কিমান হেঁপাহ
- দিশ ধবলীবরণ
কবিতা
[সম্পাদনা]- মোর শুকান কলিজাত কুঁহিপাত
- আগন্তুক
- আমার পৃথিবী
- তোমার তেজ
অনুবাদ সাহিত্য
[সম্পাদনা]- মানর জাতির শত্রু
- যোগাযোগ
- সজ আচরণ
- ঘঁরিয়ালর মুখত বেলি
- হিউয়েন চাঙর ভারত যাত্রা
- এটা ধুনীয়া মাছ
- পক্ষীরাজ ঘোঁরা
- কিনো গুয়ালর গালি
- রক্তকরবী
শিশু সাহিত্য
[সম্পাদনা]- বেলি ওলোয়ার হাঁহি
- মা আমি শদিয়ালৈ যামেই
- ইমান যে কি হিঃ হিঃ
গীত রচনা করা কয়েকটি চলচ্চিত্র
[সম্পাদনা]- স্মৃতির পরশ
- ভক্ত প্রহ্লাদ
- আমার ঘর
- মাক আরু মরম
- আজলী নবৌ
- ওপজা সোণর মাটি
- ককাদেউতা নাতি আরু হাতী
- অভিমান
- অরণ্য
- এন্থনী মোর নাম
সম্মান ও পুরস্কার
[সম্পাদনা]১৯৮৭ সনে তোমার তেজ নামক কবিতার জন্য অসম সাহিত্য সভা থেকে রঘুনাথ চৌধারী পুরস্কার লাভ করেন। ১৯৯৩ সনে মোর যে কিমান হেপাহ গীতের পুথির জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ২০০০ সনে অসম সরকার থেকে বিষ্ণু রাভা পুরস্কার লাভ করেন। ২০০১ সনে অসম সরকার থেকে সাহিত্যিক পেন্শন লাভ করেন। ১৯৭৫ সনে অসম সাহিত্য সভার কবি সন্মিলনে সভাপতিত্ব করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "End of an era of progressive poetry"। The Telegraph। সংগ্রহের তারিখ ৩০ মাৰ্চ ২০১৯। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী অসমীয়াদের তথ্য"। সাহিত্য অকাদেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১২।