কালবক্কম
কালবক্কম கல்பாக்கம் | |
---|---|
পুরসভা | |
![]() ফার্স্ট স্ট্রিট, কালবক্কম টাউনশিপ | |
তামিলনাড়ুতে কালবক্কমের অবস্থান | |
স্থানাঙ্ক: ১২°৩৩′২৭″ উত্তর ৮০°১০′৩১″ পূর্ব / ১২.৫৫৭৫৬৩° উত্তর ৮০.১৭৫৪০৬° পূর্ব[১] | |
রাষ্ট্র | ![]() |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেঙ্গলপট্টু |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০৩১০২ |
টেলিফোন কোড | ৯১-৪৪ |
যানবাহন নিবন্ধন | TN-19 (টিএন-১৯) |
লোকসভা নির্বাচন কেন্দ্র | কাঞ্চীপুর |
বিধানসভা নির্বাচন কেন্দ্র | চেইয়ুর |
কালবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলার একটি পুর অঞ্চল।[২] করমণ্ডল উপকূল বরাবর এটি চেন্নাই শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত৷ ভারতের পারমাণবিক শক্তি কেন্দ্রসহ উত্তর ও দক্ষিণে পুদুপত্তনম ও সদুরঙ্গপত্তনম নিয়ে কালবক্কম টাউনশিপ গঠিত৷ এটি তিরুবান্মিয়ুর থেকে ৫৫ কিলোমিটার (৩৪ মাইল), পুদুচেরি থেকে ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) দূরে অবস্থিত৷ মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী পারমাণবিক কেন্দ্র থাকার পরেও ব্যবস্থাপনার কারণে কালবক্কমের বায়ুদূষণ হার ৫০ গুন কম৷
কালবক্কম নিউক্লীয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও গবেষণা কেন্দ্রের জন্য পরিচিত৷ এখানে মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (এমএপিএস), ইন্দিরা গান্ধী পারমাণবিক গবেষণা কেন্দ্র (আইজিসিঅআর), যা ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের সংসৃষ্ট৷ ভারতের নিউক্লিয়ার প্ল্যান্টগুলির মধ্যে একমাত্র কালবক্কমেই ফাস্ট ব্রিডার টেস্ট রিএক্টর ও প্রেশারাইজড হেভি ওয়াটার রিএক্টর উপলব্ধ৷[৩]
২০০৪ খ্রিস্টাব্দের ২৬শে ডিসম্বরের ভূমিকম্পের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে কালবক্কম ও আশেপাশের ২০০ জনের প্রাণহানি হয়৷ এখানে সুনামিতে মৃত ৩৯ জনের উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ রয়েছে৷[৪]
পুনর্গঠন
[সম্পাদনা]কিছু দিন আগেও কালবক্কমের সমুদ্রসৈকত বরাবর সারিবদ্ধ ঝাউ গাছ ও বহু আগাছা ছিলো৷ কিন্তু বর্তমান�� সুনামির ফলে পুনরায় হতে পারা ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে ঝাউয়ের সাথে সাথে আগাছা লাগানোর কাজ পুরোদমে চলছে৷ ভবিষ্যতের সুনামি প্রতিহত করার জন্য তীর বরাবর সুনামি দেওয়াল তৈরি করা হয়েছে৷ তুলানামূলক শান্ত সমীদ্রের জলের স্রোত ও ঘাত কম৷[৫]
কালবক্কম মহাবলীপুরমের মতো চেন্নাই নিকটস্থ বড় পর্যটন কেন্দ্রের অতি নিকটে অবস্থিত৷ গত তিরিশ বছর ধরে শহরের পরিবেশ পর্যালোচিত হয়ে এসেছে৷ শহরে রয়েছে বহু উদ্যান, টেনিস কোর্ট, অন্যান্য খেলার স্থান, নাচ-গান প্রভৃতি বিনোদনের বহু স্থান৷
বাস পরিষেবা
[সম্পাদনা]কালবক্কম শহর টিএনএসটিসি চালিত একাধিক বাস পরিষেবার মাধ্যমে রাজ্যের ও পার্শ্ববর্তী রাজ্যের বিভিন্ন স্থানের সাথে যুক্ত৷ চেন্নাই থেকে পুদুচেরি পর্যন্ত বিস্তৃত ৪৯ নং রাজ্য সড়ক কালবক্কমের ওপর দিয়ে দীর্ঘায়িত৷ এখান থেকে যে অঞ্চলগুলির বাস পরিষেবা রয়েছে সেগুলি হলো, চেন্নাই,পুদুচেরি, বেঙ্গালুরু, কোয়েম্বাটুর, তিরুচিরাপল্লী, নাগেরকোয়িল, তিরুপতি, ভেলোর, তিরুবন্নামালাই চিত্তুর, তিন্ত্রিবনম, কাঞ্চীপুরম, চেঙ্গলপট্টু, চেইয়ুর, আনাইকট, মাদুরাই, হোশূর প্রভৃতি৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kalpakkam"। Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ செப்டம்பர் 25। অজানা প্যারামিটার
|accessyear=
উপেক্ষা করা হয়েছে (|access-date=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ https://www.census2011.co.in/data/village/629927-kalpakkam-tamil-nadu.html
- ↑ "MAPS Silver Jubilee Celebration"। indiaenvironmentportal.org.in। India Environment Portal। ১৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ https://www.researchgate.net/publication/216171310_Erosion_and_sedimentation_in_Kalpakkam_N_Tamil_Nadu_India_from_the_26th_December_2004_M9_tsunami&ved=2ahUKEwj3jMyQ5rTvAhVaWH0KHUeqCVkQFjAZegQIIRAC&usg=AOvVaw3gF2tnXqplRnPhI5wt-kfm&cshid=1615897318323
- ↑ https://www.telegraphindia.com/india/kalpakkam-arms-to-shut-out-sea-monster-3-2-km-wall-to-come-up-around-nuke-hub-to-block-killer-tsunami/cid/777410