বিষয়বস্তুতে চলুন

কার্ল মালডেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কার্ল মালডেন
Karl Malden
১৯৫০-এর দশকে প্রচারণামূলক ছবিতে মালডেন
জন্ম
ম্লাদেন গেয়র্গ সেকুলোভিচ

(1912-03-22) ২২ মার্চ ১৯১২ (বয়স ১১২)
মৃত্যু১ জুলাই ২০০৯(2009-07-01) (বয়স ৯৭)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সার্বিয়ার বেলগ্রেডে কার্ল মালডেনের স্মৃতিস্তম্ভ

কার্ল মালডেন (ইংরেজি: Karl Malden; জন্ম: ম্লাদেন গেয়র্গ সেকুলোভিচ; সার্বীয় সিরিলিক: Младен Ђорђе Секуловић; ২২ মার্চ ১৯১২ - ১ জুলাই ২০০৯) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি চরিত্র অভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং ৬০ বছরের অধিক সময় মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে তার চরিত্রে বুদ্ধিদীপ্ত গভীরতা ও শুদ্ধতা নিয়ে আসেন।[] তন্মধ্যে উল্লেখযোগ্য হল আ স্ট্রিটকার নেমড ডিজায়ার (১৯৫১), যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার লাভ করেন, এবং অন দ্য ওয়াটারফ্রন্ট (১৯৫৪), পলিয়ানা (১৯৬০) ও ওয়ান আইড জ্যাকস (১৯৬১)। মালডেন পরবর্তীতে হলিউডের বেবি ডল, হাউ দ্য ওয়েস্ট ওয়াজ ওন, ও প্যাটন চলচ্চিত্রে অভিনয় করেন। টেলিভিশনে তিনি ১৯৭০-এর অপরাধ নাট্যধর্মী দ্য স্ট্রিটস অব সান ফ্রান্সিস্কো ধারাবাহিক লেফটেন্যান্ট মাইক স্টোন ও আমেরিকান এক্সপ্রেস ধারাবাহিকে স্পোকসম্যান চরিত্রে অভিনয় করেন।[]

চলচ্চিত্র ও সংস্কৃতি সমালোচক চার্লস চ্যাম্পলিন মালডেনকে আমজনতার একজন বলে অভিহিত করেন, "কিন্তু তার ব্যপ্তি সমাজের উঁচু থেকে নিচু পর্যন্ত চলাচল করে এবং তার বুদ্ধির মাত্রা নায়কোচিত থেকে শুরু করে সাধারণ ভদ্র মানুষ পর্যন্ত ব্যপ্ত।"[] তার মৃত্যুর সময় তাকে "তার সময়ের সেরা চরিত্র অভিনেতাদের একজন" বলে উল্লেখ করা হয়। মালডেন ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সভাপতি ছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বার্কভিস্ট, রবার্ট (২ জুলাই ২০০৯)। "Karl Malden, Actor Who Played the Uncommon Everyman, Dies at 97"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮ 
  2. বার্গ্যান, রোনাল্ড (২ জুলাই ২০০৯)। "Obituary: Karl Malden"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮ 
  3. ম্যাকলিলেন, ডেনিস (২ জুলাই ২০০৯)। "From the Archives: Karl Malden dies at 97; Oscar-winning actor"লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]