বিষয়বস্তুতে চলুন

এম আবদুল কাদির ভূঁইয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এম আবদুল কাদির ভূঁইয়া
অধ্যাপক ড. এম আবদুল কাদির ভূঁইয়া
উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
১৯ নভেম্বর ২০০১ – ২০ মার্চ ২০০৫
পূর্বসূরীএস এম নজরুল ইসলাম
উত্তরসূরীমাহবুবুর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৪৫-১০-২০)২০ অক্টোবর ১৯৪৫
পাঁচরুখী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, বাংলাদেশ
মৃত্যু৩০ মে ২০২০(2020-05-30) (বয়স ৭৪)
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
দিল্লি বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

এম আবদুল কাদির ভূঁইয়া (২০ অক্টোবর ১৯৪৫ - ৩০ মে ২০২০) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক উপাচার্য।[]

তিনি ১৯৪৫ সালের ২০ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাঁচরুখী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শামসুজ্জামান ভূঁইয়া এবং মা জমিলা খাতুন।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

আবদুল কাদির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনোমিক্স থেকে ১৯৭৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

আবদুল কাদির ভূঁইয়া ১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরই ধারাবাহিকতায় তিনি ১৯৭৩ সালে সহকারী অধ্যাপক, ১৯৮১ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৮৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১১ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।

দীর্ঘ কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, প্রভোস্ট, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।

এম আবদুল কাদির ভূঁইয়া ২০০১ সালের ১৯ নভেম্বর থেকে ২০০৫ সালের ২০ মার্চ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

মৃত্যু

[সম্পাদনা]

তিনি ২০২০ সালে ৩০ মে ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "খুবির সাবেক উপাচার্য প্রফেসর ড. এম আবদুল কাদির ভূঁইয়ার ইন্তেকাল"প্রবাসীর দিগন্ত। ৩১ মে ২০২০। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২২ 
  2. শেখ দিদারুল, আলম (২৯ মে ২০২১)। "প্রফেসর আবদুল কাদির ভূঁইয়া বেঁচে থাকবেন কর্মের মাধ্যমে"খুলনা গেজেট। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২২