বিষয়বস্তুতে চলুন

উত্তর মেসিডোনিয়া ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উত্তর মেসিডোনিয়া ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯২৬; ৯৮ বছর আগে (1926)
১৯৪৮; ৭৬ বছর আগে (1948)[]
সদর দপ্তরস্কোপিয়ে, উত্তর মেসিডোনিয়া
ফিফা অধিভুক্তি১৯৯৪[]
উয়েফা অধিভুক্তি১৯৯৪
সভাপতিউত্তর মেসিডোনিয়া মুয়ামেদ সেজদিনি
সহ-সভাপতিউত্তর মেসিডোনিয়া লাজার রাকিজিয়েভ
ওয়েবসাইটffm.mk

উত্তর মেসিডোনিয়া ফুটবল ফেডারেশন (ইংরেজি: ম্যাসেডোনীয়: Фудбалска Федерација на Македонија / Fudbalska Federacija na Makedonija; এছাড়াও সংক্ষেপে এফএফএম নামে পরিচিত) হচ্ছে উত্তর মেসিডোনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৬৮ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে ১৯৯৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়ে-এ অব��্থিত।

এই সংস্থাটি উত্তর মেসিডোনিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ম্যাসেডোনীয় প্রথম ফুটবল লীগ, ম্যাসেডোনীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ, ম্যাসেডোনীয় ফুটবল কাপ এবং ম্যাসেডোনীয় নারী ফুটবল কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে উত্তর মেসিডোনিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মুয়ামেদ সেজদিনি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ফিলিপ পপোভস্কি।

ইতিহাস

[সম্পাদনা]

ম্যাসেডোনিয়া ফুটবল ফেডারেশন ১৯২৬ সালের ১৮ই ডিসেম্বর স্কোপিয়ে শহরের "অজানা ফ্যালেন হিরো" রেস্তোঁরায় অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে সংগঠিত হয়েছিল। এফএফএম আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৯ সালের ১৪ই আগস্ট স্কোপিয়ে (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে) শহরের ক্রীড়া সংস্থার অংশ হিসাবে প্রথম ফুটবল বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল, ফুটবল বিভাগটি পৃথকভাবে আলাদা করা হয়েছিল ১৯৪৮ সালের ১৬ই আগস্ট)। ১৯৪৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত, এটি ম্যাসেডোনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন নামে (ম্যাসেডোনীয়: Фудбалски Сојуз на Македонија/Fudbalski Sojuz na Makedonija or ФСМ/এফএসএম) পরিচিত ছিল। প্রথমবারের সভাপতি ছিলেন লুবুবিসভ ইভানভ - দাজেঙ্গো।[] এন্ডফোন ডোনাসেভস্কি এফএফএম দ্বারা উত্তর ম্যাসিডোনিয়া জাতীয় দলের প্রথম কোচ হিসাবে নিয়োগ পেয়েছিলেন।

কর্মকর্তা

[সম্পাদনা]
৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি মুয়ামেদ সেজদিনি
সহ-সভাপতি লাজার রাকিজিয়েভ
সাধারণ সম্পাদক ফিলিপ পপোভস্কি
কোষাধ্যক্ষ স্নেজানা কারায়োভানোভা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক জলাতকো আন্দোনোভস্কি
প্রযুক্তিগত পরিচালক জোরান স্ত্রাতেভ
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) ইগর আঙ্গেলোভস্কি
জাতীয় দলের কোচ (নারী) কিরিল ইজোভ
রেফারি সমন্বয়কারী এমিল বোজিনোভস্কি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২২ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Archived copy"। ২০১২-০৭-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:উত্তর মেসিডোনিয়া ফুটবল ফেডারেশন