বিষয়বস্তুতে চলুন

ইয়াসিন আল-হাশিমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়াসিন আল-হাশিমি
৪র্থ ও ১৭তম ইরাকের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
আগস্ট ২, ১৯২৪ – জুন ২৬, ১৯২৫
মার্চ ১৭, ১৯৩৫ - অক্টোবর ৩০, ১৯৩৬
সার্বভৌম শাসকপ্রথম ফয়সাল
গাজি
পূর্বসূরীজাফর আল-আসকারি
জামিল আল-মিদফাই
উত্তরসূরীআবদ আল-মুহসিন আস-সাদুন
হিকমত সুলাইমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৮৮২
মৃত্যু১৯৩৭
রাজনৈতিক দলপার্টি অব ন্যাশনাল ব্রাদারহুড (২য় মেয়াদ)
সম্পর্কতাহা আল-হাশিমির ছোট ভাই।

ইয়াসিন আল-হাশিমি (১৮৮২[] – ১৯৩৭) (আরবি : ياسين الهاشمى) ছিলেন ইরাকি রাজনীতিবিদ। তিনি দুই দফায় ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইরাকের প্রথমদিককার অধিকাংশ নেতার মত তিনিও উসমানীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তার পূর্বসূরি জাফর আল-আসকারির সরকারের অধীনে তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯২৪ সালের আগস্টে তিনি প্রধানমন্ত্রী হিসেবে জাফর আল আসকারির স্থলাভিষিক্ত হন।

আবদ আল-মুহসিন আস-সাদুন তার স্থলাভিষিক্ত হওয়ার আগ পর্যন্ত তিনি মোট দশমাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তী দশ বছর তিনি বিভিন্ন সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৩৫ সালে পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। ১৯৩৬ সালের ৩০ অক্টোবর জেনারেল বকর সিদ্দিকির সামরিক অভ্যুত্থানের পর তিনি ক্ষমতাচ্যুত হন। তিনি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রথম ইরাকি প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী জাফর আল আসকারি এসময় নিহত হলেও তিনি প্রাণ বাঁচাতে সক্ষম হন। অভ্যুত্থানের পর তিনি দামেস্কে চলে যান। এর দুই মাস পর তিনি দামেস্কে মৃত্যুবরণ করেন। তার বড় ভাই তাহা আল-হাশিমি ১৯৪১ সালে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
Jafar al-Askari
ইরাকের প্রধানমন্ত্রী
২রা আগস্ট, ১৯২৪— ২২শে জুন, ১৯২৫
উত্তরসূরী
Abd al-Muhsin as-Sa'dun
পূর্বসূরী
Jamil al-Midfai
ইরাকের প্রধানমন্ত্রী
১৭ই মার্চ, ১৯৩৫— ৩০শে অক্টোবর, ১৯৩৬
উত্তরসূরী
Hikmat Sulayman