আলাপ:নটর ডেম কলেজের উল্লেখযোগ্য শিক্ষার্থীর তালিকা
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৪ বছর পূর্বে "পাতা স্থানান্তর" অনুচ্ছেদে
এই পাতাটি নটর ডেম কলেজের উল্লেখযোগ্য শিক্ষার্থীর তালিকা নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
পাতা স্থানান্তর
[সম্পাদনা]@Md. Golam Mukit Khan, আফতাবুজ্জামান, এবং Mrb Rafi: সুধী, কলেজের মূল নিবন্ধকে "নটর ডেম কলেজ" থেকে "নটর ডেম কলেজ, ঢাকা" শিরোনামে স্থানান্তর করা হয়েছে। কাজেই এই তালিকা নিবন্ধের শিরোনাম "নটর ডেম কলেজ, ঢাকার উল্লেখযোগ্য শিক্ষার্থীদের তালিকা" হওয়া উচিত বলে আমি মনে করি। আপনাদের মতামত জানাবেন। -- আদিভাই (আলাপ) ০৬:৫৪, ৩০ জুন ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017: ধন্যবাদ ভাইয়া। আসলে, প্রতিষ্ঠানটির নাম তো "নটর ডেম কলেজ"। একই নামে একাধিক প্রতিষ্ঠান থাকায় দ্ব্যর্থতা নিরসনের জন্য কমা দিয়ে অবস্থান উল্লেখ করা হয়েছে। কিন্তু, অন্য কোনোটির শিক্ষার্থীদের তালিকাতো (এখন পর্যন্ত) উইকিতে নেই। তাহলে শিক্ষার্থীর তালিকায় দ্ব্যর্থতা নিরসনের কী দরকার?
আর যদি করতেই হয়, সেক্ষেত্রে আমার মনে হয়, মাঝখানে এভাবে কমা ব্যবহার করাটা ব্যাকরণগতভাবে ঠিক হবে না। (আমি বন্ধনী ব্যবহারের পক্ষে। অথবা, "নটর ডেম কলেজ" অংশটি শেষে রেখে কোনো নাম দিলে, সেক্ষেত্রে এর পর ", ঢাকা" দেওয়া যায়। কিন্তু এমন কোনো নাম আমার মাথায় আসছে না।)
তালিকার ভূমিকাংশে আপনার সম্পাদনা নিয়েও আমার মত একই। আমার মনে হয়, বাক্যের মাঝে এভাবে ", ঢাকা" না দিয়ে "ঢাকার নটর ডেম ..." বা "ঢাকায় অবস্থিত নটর ডেম ..." ব্যবহার করা যেতে পারে।
গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ০৯:৩৫, ৩০ জুন ২০২০ (ইউটিসি)
- @Md. Golam Mukit Khan: কমা ব্যবহারটা আমারও কেমন লাগছে। উপযুক্ত নাম নির্বাচনে আমারও আপনার মতোই অবস্থা। কিন্তু "নটর ডেম কলেজ" নামে কোনো নির্দিষ্ট কলেজ তো নাই। যাক, দেখি আফতাব ভাই কী বলেন। -- আদিভাই (আলাপ) ০৯:৪৭, ৩০ জুন ২০২০ (ইউটিসি)
- বর্তমান নাম আপাতত রাখা যেতে পারে যেহেতু এই নামে আর নিবন্ধ নাই। এছাড়া বিকল্প কিছু নাম হতে পারে নটর ডেম কলেজ ঢাকার উল্লেখযোগ্য...। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৫, ৩০ জুন ২০২০ (ইউটিসি)
- @Md. Golam Mukit Khan: কমা ব্যবহারটা আমারও কেমন লাগছে। উপযুক্ত নাম নির্বাচনে আমারও আপনার মতোই অবস্থা। কিন্তু "নটর ডেম কলেজ" নামে কোনো নির্দিষ্ট কলেজ তো নাই। যাক, দেখি আফতাব ভাই কী বলেন। -- আদিভাই (আলাপ) ০৯:৪৭, ৩০ জুন ২০২০ (ইউটিসি)