বিষয়বস্তুতে চলুন

আলাপ:দুরুদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Wiki N Islam কর্তৃক ২ বছর পূর্বে "একত্রীকরণ" অনুচ্ছেদে

দরুদ > দুরুদ, নাকি দুরূদ?

[সম্পাদনা]

শব্দটা বোধহয় "দরুদ" নয়। ইংরেজিতে যেহেতু 'Durood', তাহলে ধারণা করতে মোটেই বেগ পেতে হয় না যে, এটা হবে "দুরূদ"। তাছাড়া আমরা তো দুরূদ-ই বলি। তবে বাংলায় দুরূদ, নাকি দুরুদ লেখা হয়, এটা এখন দেখতে হবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৪:১৬, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন


নিরপেক্ষতা

[সম্পাদনা]

নিবন্ধটি নিরপেক্ষ ও বিশ্বকোষীয়ভাবে লেখা হয়নি। এটাকে পড়তে মাসিক মদীনার মতোই লাগছে। কেবল ইসলামী প্রকাশনার ভাষা‌য় না লিখে এটাকে বিশ্বজনীন দৃষ্টিকোণ থেকে লেখার দরকার। --রাগিব (আলাপ | অবদান) ০৪:২০, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ব্যাপারটা আমার চোখেও ধরা পড়েছে। ফয়জুল ভাই যদি হাত না দেন, আমি ইনশাল্লাহ হাত দেবো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৪:৫১, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

তথ্যগত সত্যনিষ্ঠতা নিশ্চিত করার আহ্বান

[সম্পাদনা]

যেসব তথ্য এই নিবন্ধে জুড়ে দেয়া হয়েছে, অধিকাংশই সাপোর্ট করার জন্য পিনপয়েন্ট তথ্যসূত্রের বড় অভাব।

  • যখন বলা হচ্ছে: "দোয়া এবং দুরূদ অভিন্ন নয়।", তখন আমার কাছে আপত্তিজনক মনে হচ্ছে। কারণ আমার জানামতে, দুরূদও একপ্রকার দোয়া। তাই দোয়া ও দুরূদ অভিন্ন বা একই, শুধু হয়তো বাক্যগত পরিবর্তন থাকতে পারে, যদিও আসলে নেই। সেক্ষেত্রে আমাকে চুপ করিয়ে দিতে পারে সঠিক একটি তথ্যসূত্র, কোনো বিশুদ্ধ হাদিস ইত্যাদি।
  • "স্বয়ং আল্লাহ এবং তাঁর ফেরেশতাগণ মুহাম্মদ [সা.]-এর প্রতি দুরূদ পাঠ করেন" -তথ্যসূত্র নেই।
  • "দুরূদ পাঠ করা না হলে নামাজ আল্লাহ্‌র দরবারে পৌঁছায় না।" -তথ্যসূত্র ছাড়া কী করে বিশ্বাস করি?
  • শুধুমাত্র "তিরমিযী শরীফ", "বুখারী শরীফ", "মেশকাত শরীফ"-এর নাম উল্লেখ মোটেই কোনো তথ্যসূত্র হলো না। উল্লেখ থাকতে হবে তিরমিযী শরীফের কত নম্বর হাদিস।
  • "ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা" উল্লেখ যথেষ্ট নয়, উল্লেখ থাকতে হবে, কোন সংখ্যা, কোন বছর, কোন সাল, কত পৃষ্ঠা, কোন নিবন্ধ, কোন লেখক ইত্যাদি।

আমি জানি, হয়তো হাদিসের বিশুদ্ধতা নির্ণয় আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হবে না। কিন্তু তবুও হাদিসের বিস্তারিত বিবরণ উল্লেখ থাকলে কেউ না কেউ, হয়তো আমিই সেগুলোর বিশুদ্ধতা নির্ণয়ের জন্য চেষ্টা চালাতে পারবো। (বিশুদ্ধ এবং হাসান বা উত্তম হাদিস ছাড়া অন্যান্য সকল প্রকার হাদিসই সুন্নি মতাদর্শ অনুযায়ী ইসলামী শরিয়ত পরিপন্থি। তাই বিশুদ্ধতা নির্ণয় করা গেলে সেগুলোর জাত-মত সম্পর্কেও কথা উল্লেখ করা যেতে পারে। তখন সুন্নি মতাদর্শ, শিয়া মতাদর্শ বিষয়েও লেখার প্রয়াস তৈরি হবে।)

তাই যারা অবদান রাখছেন, তাদের কাছে অনুরোধ থাকবে নিবন্ধে পিনপয়েন্ট তথ্যসূত্র বিস্তারিত উল্লেখের মাধ্যমে নিবন্ধটিকে মানসম্মত অবস্থায় উন্নীত করুন। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৩৩, ২৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

একত্রীকরণ

[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: ইংরেজি উইকির মত এই নিবন্ধটি সালাওয়াত নিবন্ধের সাথে পুনর্নির্দেশ করা হোক। দুইটাই একই বিষয়। বক্ষমান নিবন্ধটি বিশ্বকোষীয় নয়। - ওয়াইস আলাপ ২২:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মনে হয় উল্টোটা করলে ভালো হবে। বাংলায় সালাওয়াত শব্দটি তেমন প্রচলিত না, যতটা দুরূদ প্রচলিত। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন