আর. অভুদাইয়াপ্পন
অবয়ব
আর. অভুদাইয়াপ্পন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং তামিলনাড়ু বিধানসভার প্রাক্তন স্পিকার। ১৯৯৬ ও ২০০৬ সালের নির্বাচনে আম্বসামুদ্রাম আসন থেকে দ্রাবিড় মুননেত্রা কড়গম প্রার্থী হিসাবে তিনি তামিলনাড়ু আইনসভায় নির্বাচিত হয়েছিলেন। [১][২]
২০১১ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিনি ই. সুবায়ার (এআইএডিএমকে) কাছে হেরে ��ান। ২০১৬ সালের নির্বাচনে তিনি মুরুগাইয়া পান্ডিয়ানের (এআইএডিএমকে) কাছে হেরেছিলেন। তিনি ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত তামিলনাড়ু বিধানসভার স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (পিডিএফ)। ৭ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২১।
- ↑ "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (পিডিএফ)। ১৩ জুন ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২১।