আরগোলিদা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন
অবয়ব
এইচএফএফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১২ আগস্ট ১৯৬৪[১] |
সদর দপ্তর | আরগোলিদা, গ্রিস[১] |
ফিফা অধিভুক্তি | নেই |
এইচএফএফ অধিভুক্তি | ১৯৬৪ |
সভাপতি | ভাসিলিস সিদেরিস |
ওয়েবসাইট | www |
আরগোলিদা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (গ্রিক: Ένωση Ποδοσφαιρικών Σωματείων Αργολίδας, ইংরেজি: Argolida Football Clubs Association; এছাড়াও সংক্ষেপে এএফসিএ নামে পরিচিত) হচ্ছে গ্রিসের আরগোলিদার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি এইচএফএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের আরগোলিদায় অবস্থিত।
এই সংস্থাটি আঞ্চলিক কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[২][৩] বর্তমানে আরগোলিদা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ভাসিলিস সিদেরিস।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)