বিষয়বস্তুতে চলুন

আবদুল্লাহ ইবনে আকিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল্লাহ ইবনে আকিল
عبد الله بن عقیل
ব্যক্তিগত তথ্য
জন্ম
মৃত্যুমহররম এর ১০ তারিখ, ৬১ হিজরি / ১০ অক্টোবর, ৬৮০ খ্রিস্টাব্দ
মৃত্যুর কারণকারবালার যুদ্ধ-এ নিহত
সমাধিস্থলইমাম হুসাইন মাজার, কারবালা, ইরাক
ধর্মইসলাম
দাম্পত্য সঙ্গীমাইমুনা বিনতে আলী ইবনে আবি তালিব
পিতামাতা
যে জন্য পরিচিতহুসাইন ইবনে আলি-এর একজন সঙ্গী হওয়ার জন্য পরিচিত

আবদুল্লাহ ইবন আকিল (আরবি: عبد الله بن عقیل) ছিলেন হুসাইন ইবনে আলী-এর সঙ্গীদের মধ্যে একজন, যিনি কারবালার যুদ্ধ-এ শহীদ হন।

আকিল ইবনে আবি তালিব-এর একই নামে দুইজন সন্তান ছিলেন, যাদের নাম ছিল আবদুল্লাহ। এক জনকে বলা হতো আবদুল্লাহ আল-আকবার (বয়োজ্যেষ্ঠ) এবং অপরজন আবদুল্লাহ আল-আসগর (কনিষ্ঠ)। কিছু উৎস থেকে জানা যায়, তার উভয় সন্তানই কারবালার যুদ্ধে শহীদ হন।[] এই আবদুল্লাহ হলেন আবদুল্লাহ আল আকবার। আবদুল্লাহ বিয়ে করেন মাইমুনাকে, যিনি ছিলেন আলী ইবনে আবি তালিবের কন্যা।[]

কারবালার যুদ্ধে

[সম্পাদনা]

তার নাম জিয়ারাত শুহাদা গ্রন্থে আবু আবদুল্লাহ ইবনে মুসলিম ইবন আকিল হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি তার পরিবারের অন্যান্যদের মতো কারবালার যুদ্ধে নিহত হয়েছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Badruddīn, Amir al-Hussein bin (১৮ ডিসেম্বর ২০০৮)। The Precious Necklace Regarding Gnosis of the Lord of the Worlds। Imam Rassi Society। 
  2. Pazhūhishī pīrāmūn-i shuhadā-yi Karbalā। পৃষ্ঠা 224–225। 
  3. Alawī। al-Majdī fī ansāb al-ṭālibīyyīn1। পৃষ্ঠা 18। 
  4. Shams al-Dīn। Anṣār al-Ḥusayn। পৃষ্ঠা 150।