আন্তঃঔপনিবেশিক প্রতিযোগিতা
আন্তঃঔপনিবেশিক প্রতিযোগিতা বা আন্তঃঔপনিবেশিক টুর্নামেন্ট (ইংরেজি: Inter-Colonial Tournament) ওয়েস্ট ইন্ডিজের প্রধান প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব-পর্যন্ত এ ক্রিকেট প্রতিযোগিতা চলে।
অংশগ্রহণকারী দল
[সম্পাদনা]শুরুরদিকের প্রতিযোগিতাগুলোয় ব্রিটিশ গায়ানাকে মাঝে-মধ্যেই ডেমেরারা নামে ডাকা হতো। তবে, সাধারণ্যের সুবিধার্থে অত্র নিবন্ধে ব্রিটিশ গায়ানারূপে লিপিবদ্ধ করা হয়েছে।
এ প্রতিযোগিতাটি শৌখিন খেলোয়াড়দের জন্যে সীমাবদ্ধ। তবে, প্রায়শঃই অনেক শীর্ষস্থানীয় পেশাদার কৃষ্ণাঙ্গ ক্রিকেটার এ প্রতিযোগিতায় অংশ নিতেন।
ইতিহাস
[সম্পাদনা]১৮৯১ সালে বার্বাডোস, ব্রিটিশ গায়ানা ও ত্রিনিদাদের মধ্যকার একটি প্রতিযোগিতা হয়। প্রত্যেক দলই একে-অপরের বিপক্ষে খেলে ও পরবর্তীকালে শীর্ষ দুই দলের মধ্যকার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হতো। এ প্রতিযোগিতা চলাকালে সম্মানীয় অচার ওয়ার্নারের পরামর্শক্রমে তিনটি উপনিবেশের মধ্যকার নিয়মিতভাবে সিরিজ আকারে পর্যায়ক্রমে প্রত্যেক উপনিবেশে অনুষ্ঠিত হবার কথা জানানো হয়। ১৮৯৩ সালে পরবর্তী প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু, ব্রিটিশ গায়ানা এতে অংশ নেয়নি। বার্বাডোস দল আবারও বিজয়ী হয়। এ খেলাটি প্রতিযোগিতার প্রথম যথাযথ খেলা হিসেবে পরিগণিত হয়।
১৮৯৩ সালের খেলায় বিজয়ী হবার কারণে ১৮৯৫ সালের প্রতিযোগিতায় বার্বাডোস দল স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত খেলায় অংশ নেয়। অন্য দুই দলের মধ্যকার খেলার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, কোন দল তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে। পরবর্তী প্রতিযোগিতাগুলোয়ও একই ধারা অব্যাহত থাকে।
দূরত্ব ও যাতায়াত খরচের কথা বিবেচনায় এনে জ্যামাইকা দল কোন সময়েই আন্তঃঔপনিবেশিক প্রতিযোগিতায় অংশ নেয়নি।
ফলাফল
[সম্পাদনা]১৮৯৩-৯৪ মৌসুমে ব্রিটিশ গায়ানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। ১৩শ আসরের খেলাটি অমিমাংসিত অবস্থায় ছিল। ত্রিনিদাদ বনাম বার্বাডোসের মধ্যকার চূড়ান্ত খেলাটি জাহাজে আরোহণের কারণে ড্র অবস্থায় বার্বাডোস দল চলে আসে।
শুরু��ে প্রতি দুই বছর অন্তর প্রতিযোগিতা আয়োজন করা হয়। কিন্তু, ৮ম আসর থেকে বার্ষিকাকারে অনুষ্ঠিত হতে থাকে। তবে, বিভিন্ন কারণে বেশ কয়েক বছর খেলা হয়নি।
সার-সংক্ষেপ
[সম্পাদনা]২৭টি আনুষ্ঠানিক সিরিজে ত্রিনিদাদ ১১, বার্বাডোস ১০টি ও ব্রিটিশ গায়ানা ৫টি শিরোপা জয় করে। ১টি সিরিজ অসমাপ্ত থেকে যায়।
২৭টি চূড়ান্ত খেলায় ত্রিনিদাদ দল ২৪টি, বার্বাডোস ১৯টি ও ব্রিটিশ গায়ানা ১১টি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিল। ত্রিনিদাদ ও বার্বাডোসের মধ্যকার খেলায় ত্রিনিদাদ ১১ ও বার্বাডোস ৯টিতে জয় পায়। একটি খেলা ড্র হয়। ত্রিনিদাদ ও ব্রিটিশ গায়ানার মধ্যকার খেলায় ত্রিনিদাদ ১৩ ও ব্রিটিশ গায়ানা ৬টিতে জয় পায়। বার্বাডোস ও ব্রিটিশ গায়ানার মধ্যকার খেলায় ত্রিনিদাদ ৮ ও ব্রিটিশ গায়ানা ৫টিতে জয় পায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- Association of Cricket Statisticians and Historians – A Guide to First Class Cricket Played in the West Indies
- Association of Cricket Statisticians and Historians – Complete First-class Match List, Volume 1 1801–1914
- Association of Cricket Statisticians and Historians – Complete First-class Match List, Volume 2 1914/15-1944/45
- Association of Cricket Statisticians and Historians – First Class Cricket Matches (various years)
- First-Class Cricket: A Complete Record (various years)
- Statistics of West Indies Cricket 1865–1989, Jimmy Richards & Mervyn Wong
- CricketArchive