আকপাটোক দ্বীপ
ভূগোল | |
---|---|
অবস্থান | উত্তর কানাডা |
স্থানাঙ্ক | ৬০°২৫′ উত্তর ০৬৮°০৮′ পশ্চিম / ৬০.৪১৭° উত্তর ৬৮.১৩৩° পশ্চিম |
দ্বীপপুঞ্জ | কানাডিয় উত্তর মেরু দ্বীপপুঞ্জ |
আয়তন | ৯০৩ বর্গকিলোমিটার (৩৪৯ বর্গমাইল) |
জনপরিসংখ্যান | |
জনসংখ্যা | জনমানবহীন |
আকপাটক দ্বীপ কানাডার নুনাভুট প্রদেশের কিকিকটালুক অঞ্চলের উত্তরমেরু দ্বীপপুঞ্জে একটি জনমানবহীন দ্বীপ।এটি কুইবেক প্রদেশের উত্তর তীরবর্তী আনগাভা সাগরের সবচেয়ে বড় দ্বীপ। দ্বীপটির নাম 'আকপাট' নামের এক প্রজাতির পুরু চঞ্চু বিশিষ্ট হাঁস(Uria lomvia)-এর নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এই হাঁসগুলি দ্বীপের উপকূল বেষ্টিত বিভিন্ন চুনাপাথরে প্রান্তগুলিতে বাস করে।
ভূগোল
[সম্পাদনা]আকপাটক দ্বীপের আয়তন ৯০৩ বর্গকিলোমিটার (৩৪৯ বর্গমাইল)। দ্বীপটির বহির্দিকের ভূমি উপকূল সমুদ্র পৃষ্ট হতে ১৫০ থেকে ২৫০ মিটার (৪৯০ থেকে ৮২০ ফুট) উঁচু। এর উপকূলবর্তী উচুভূমি অনেকগুলি খাড়া ও সরু নদী খাত দিয়ে বিভক্ত। এই খাতগুলি দিয়ে দ্বীপের মধ্যাঞ্চলের ২৩ কিলোমিটার (১৪ মাইল) প্রস্থ ও ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দৈর্ঘ্য বিশিষ্ট সমতল উপত্যাকায় যাওয়া যায়।
জীববৈচিত্র
[সম্পাদনা]আকপাটক দ্বীপ আন্তর্জাতিক জীববিজ্ঞান প্রকল্পের আওতাধীন অঞ্চল। এটি কানাডার গুরুত্বপূর্ণ পক্ষি বসতি এবং একই সাথে পরিযায়ী পাখির প্রধান স্থল বসতি অঞ্চল।[১] পুরুচঞ্চু বিশিষ্ট মুর হাঁস ছাড়াও এই দ্বীপে কালো গালিমট ও পেরেগ্রিন বাজপাখির প্রজাতি দেখা যায়।[২] এছাড়াও দ্বীপটি মেরু ভালুক, সীল ও সিন্ধুঘোটকদের সাধারণ বাসস্থান।[২]
ইতিহাস
[সম্পাদনা]আকপাটক দ্বীপের দক্ষিণ প্রান্তে এস্কিমো উপজাতি ডরসেট বসতির অবশিষ্ঠাংশ আছে। ১৯০০ সালের সময়ে দ্বিপটির বাসিন্দাদের ব্যাপকহারে নরমাংশ ভক্ষণের অভ্যাসের জন্য পরিচিত ছিল, ১৯০০ সালের দিকে দ্বীপটির বাসিন্দাদের মূল ভুখন্ডে সরিয়ে আনার পর এই নরমাংস আহারের সমাপ্তি ঘটে।[৩] দ্বীপটিতে মাথার খুলি এবং মানুষের দেহাবশেষের খবর পাওয়া গেছে, তবে খবরের যথার্থতা প্রশ্নবিদ্ধ। ১৯৭১ সালের জুলাই মাসে দ্বিপটিতে তৈল উত্তোলনের জন্য পরীক্ষামূলক কূপ স্থাপন করা হয়েছিল। বর্তমানে কয়েকটি পরিত্যক্ত আশ্রয়কেন্দ্র এবং জরাজীর্ণ সরঞ্জাম ছাড়া কোন মানব নির্মিত বসতি নেই।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Key migratory bird terrestrial habitat sites in the Northwest Territories and Nunavut" (পিডিএফ)। ngps.nt.ca। পৃষ্ঠা 6। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-০৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "Akpatok Island"। bsc-eoc.org। ২০১১-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-২২।
- ↑ ক খ "The Return to Akpatok"। www.public.iastate.edu। সেপ্টেম্বর ২৪, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১১, ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- টপোরামায় আকপাটোক দ্বীপ
- ইউএসজিএস-এর ভূউপগ্রহ চিত্র
- "ওশেনডটে আকপাটক দ্বীপ"। Archived from the original on ২০১০-১২-২৩। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১৫।