অনুরাধাপুর
অনুরাধাপুর අනුරාධපුරය அனுராதபுரம் | |
---|---|
নগর | |
শ্রীলঙ্কায় অবস্থান | |
স্থানাঙ্ক: ৮°২১′০″ উত্তর ৮০°২৩′৭″ পূর্ব / ৮.৩৫০০০° উত্তর ৮০.৩৮৫২৮° পূর্ব | |
দেশ | শ্রীলঙ্কা |
প্রদেশ | উত্তর কেন্দ্রীয় প্রান্ত |
জেলা | অনুরাধাপুরা |
স্থাপিত | খ্রীষ্টপূর্ব ৪র্থ শতক |
সরকার | |
• ধরন | নগর পরিষদ |
আয়তন | |
• নগর | ৭,১৭৯ বর্গকিমি (২,৭৭২ বর্গমাইল) |
• পৌর এলাকা | ৩৬ বর্গকিমি (১৪ বর্গমাইল) |
উচ্চতা | ৮১ মিটার (২৬৬ ফুট) |
জনসংখ্যা (২০১২) | |
• নগর | ৫০,৫৯৫ |
• জনঘনত্ব | ২,৩১৪/বর্গকিমি (৫,৯৯০/বর্গমাইল) |
বিশেষণ | অনুরাধিয়ানছ |
সময় অঞ্চল | শ্রীলঙ্কা মান সময় (ইউটিসি+5:30) |
ডাক কোড | ৫০০০০ |
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
---|---|
মানদণ্ড | সাংস্কৃতিক: ii, iii, vi |
সূত্র | ২০০ |
তালিকাভুক্তকরণ | ১৯৮২ (ষষ্ঠ সভা) |
অনুরাধাপুর[১] হলো শ্রীলঙ্কার ঐতিহাসিক শহর। এটি শ্রীলঙ্কা এর প্রক্তন রাজধানী। এই শহরটি এক সময় অনুরাধাপুর সাম্রাজ্যের অন্তর্গত ছিল। বর্তমানে অনুরাধাপুর হলো শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ শহর ও পর্যটন কেন্দ্র। এই শহরটি উত্তর-মধ্য প্রদেশ এর অন্তর্গত এবং অনুরাধাপুর শহরটি অনুরাধাপুর জেলার সদর দপ্তর। শ্রীলঙ্কা সরকার বর্তমানে এই শহরকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের উপর জোর দিয়েছে। এর ফলে শহরটি পরিকাঠামো গত উন্নয়ন ঘটান হচ্ছে।
অবস্থান
[সম্পাদনা]অনুরাধাপুর শহরটি উত্তর-মধ্য প্রদেশের অনুরাধাপুর জেলায় অবস্থিত। এই শহরটি সমুদ্র উপকূল থেকে দূরে দেশটির প্রায় মাঝ অংশে অবস্থিত। এটি শ্রীলঙ্কার মধ্য ভাগের মাল ভূমিতে অবস্থিত। এই শহরের উচ্চতা সমুদ্র সমতল থেকে প্রায় ৮১ মিটার বা ২৭০ ফুট। এই শহরটি ৮.২১ ডিগ্রী উত্তর ও ৮১.২৩ ডিগ্রী পূর্বে অবস্থিত। এটি কলম্বো শহর থেকে ২০০ কিলোমিটার দূরে এবং জাফনা থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]শহরটি শ্রীলঙ্কার একটি ঐতিহাসিক শহর। এই শহর শ্রীলঙ্কার এক সত্যতার চিহ্ন বহন করে। এই শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অনুরাধাপুরা সাম্রাজ্য বা অনুরাধাপুরা সভ্যতা। এই শহরে এর আগে আরও দুটি সাম্রাজ্য গড়ে উঠেছিল। তবে এই সাম্রাজ্য গুলি সম্পর্কে আগে কিছুই জানা যায়নি। এই সভ্যতা গুলির আবিষ্কারের পর অনুরাধাপুরের গুরুত্ব অনুধাবন করেছিলেন ঐতিহাসিকরা। তাদের মতে শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাসের জন্য অনুরাধাপুরা এর গুরুত্ব অপরিসীম।
জনসংখ্যা
[সম্পাদনা]জনসংখ্যার হিসাবে এটি অনুরাধাপুরা জেলার মধ্য সর্ব বৃহত্তম শহর।২০১২ সালের হিসাব মতাবি শহরটির মোট জন সংখ্যা ৫০,৫৯৬ জন।বর্ত মানে এই শহরের জন সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
জাতীয়তা | জনসংখ্যা | মোট জনসংখ্যার হার |
---|---|---|
সিংহলী | ৫১,৭৭৫ | ৯১.৪২ |
শ্রীলংকীয় মূর্ষ | ৩,৮২৫ | ৬.৭৫ |
শ্রীলংকীয় তামিল | ৮৫০ | ১.৫০ |
ভারতীয় তামিল | ৪৫ | ০.০৪ |
অন্যান্য (বুরঘের, মালয়সহ) | ১৩৭ | ০.২৪ |
মোট | ৫৬,৬৩২ | ১০০ |
উৎস: www.statistics.gov.lk ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ জুলাই ২০১৭ তারিখে - ২০০১ জনসংখ্যা জরীপ
জলবায়ু ও আবহাওয়া
[সম্পাদনা]এই শহরটি বিষুব রেখা থেকে ৮.২১ ডিগ্রী উত্তর এ অবস্থিত। ফলে এই শহরটি ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এই শহরটি ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় বছরের সব সময় উষ্ণ আবহাওয়া থাকে। এই এলাকায় প্রচুর বৃষ্টি হয়। এই শহরের গড় তাপ মাত্রা ২৬ ডিগ্রী থাকে গ্রীষ্ম ককালে আবার তাপমাত্রা ২০ ডিগ্রীর নিচে নেমে যায় শীতকালে।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]শহরটি সড়ক পথ ও রেলপথ দুই মাধ্যেই দেশের অন্যান অংশের সঙ্গে যুক্ত রয়েছে। এই শহরে রয়েছে অনুরাধাপুর রেলওয়ে স্টেশন বা অনুরাধাপুর স্টেশন। এটি এই শহরের রেলওয়ের প্রবেশদ্বার হিসাবে পরিচিত। এই রেল স্টেশনটি কলম্বো জাফনা রেলপথের উপর অবস্থিত। এছাড়া শহরটি হাইওয়ে দ্বারা কলম্ব শহরের সঙ্গে যুক্ত রয়েছে। এছাড়া শহরটি সড়ক পথে দামবুল্লা, পাট্টালাম প্রভূতি শহরের সঙ্গে যুক্ত রয়েছে।
পর্যটন
[সম্পাদনা]অনুরাধাপুর একটি ঐতিহাসিক শহর হওয়ার জন্য প্রতি বছর পচুর পর্যটক আসে এই শহরে।অনুরাধাপুরকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষিত করার পর শহরটিতে পর্যটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
আলোকচিত্র
[সম্পাদনা]-
The Ruwanweli Saya dagoba in Anuradhapura
-
Anuradhapura is famous for its well-preserved ruins of ancient Sri Lankan civilization
-
Jaya Sri Maha Bodhi Anuradhapura
-
A Moonstone from Anuradhapura
-
A vamana sculpture from Anuradhapura
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Anuradhapura"। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]শ্রীলঙ্কা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |