হালিমা হাতুন
হালিমা হাতুন Halime Hatun حلیمه خاتون | |
---|---|
মৃত্যু | ১৩ ফেব্রুয়ারি ১২৮১ সোগুত |
সমাধি | |
দাম্পত্য সঙ্গী | আরতুগ্রুল গাজী |
বংশধর | উসমান গুন্দুজ বে সাভচি বে |
পিতা | শাহজাদা নোমান |
ধর্ম | ইসলাম |
হালিমা হাতুন (উসমানীয় তুর্কি: حلیمه خاتون) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল গাজীর স্ত্রী এবং উসমানীয় সাম্রাজ্যের প্রথম সুলতান উসমানের মাতা। এছাড়াও তিনি সেলজুক সাম্রাজ্যের শাহজাদা নোমানের কন্যা।
জীবনী
হালিমা হাতুন (জন্মঃ হালিমা সুলতানা) ছিলেন সেলজোক সুলতানা; যিনি সেলজোক শাহাজাদা নোমানের কন্যা ছিলেন। তিনি আরতোগ্রোলকে বিয়ে করেন এবং ৩ সন্তানের জন্ম দেন। তাদের নাম হলো যথাক্রমে গুন্দুজ আল্প,সাবচী আল্প এবং উসমান গাজী। তিনি ১৩ ফেব্রুয়ারি ১২৮১ সালে মৃত্যুবরণ করেন। হালিমা হাতুনের সমাধিস্থল আরতোগ্রোলের সোগুতের বাগানের পাশেই অবস্থিত।
নামকরণ
হালিমা সেলজোগ পরিবারের শাহাজাদী হওয়ার সূত্রে জন্মনাম ছিল হালিমা সুলতানা কিন্তু তিনি কায় বংশের সদস্য হওয়ার সূত্রে তার নামকরণ করা হয় হালিমা হাতুন।
জনপ্রিয় সংস্কৃতি
তুরস্কের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক দিরিলিস: আর্তগুল-এ হালিমা সুলতানের ভূমিকায় এশরা বিলগিচ অভিনয় করেন।[১]
আরো দেখুন
তথ্যসূত্র
- ↑ "Esra Bilgic"। IMDb (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৯।