২০১৩ ফিফা বালোঁ দর
বিবরণ | |
---|---|
তারিখ | ২০১৩ |
মাঠ | জুরিখ কনগ্রেশস (জুরিখ, সুইজারল্যান্ডটি আয়োজক শহরে) |
২০১৩ ফিফা বালোঁ দর উত্সব (ইংরেজি: 2013 FIFA Ballon d'OrGala) হচ্ছে, বর্ষসেরা খেলোয়াড় এবং কোচের জন্য ফিফার পুরস্কারের চতুর্থ বছর। ২০১৪ সালের ১৩ জানুয়ারি, সুইজারল্যান্ডের জুরিখে এই পুরস্কারগুলো প্রদান করা হয়।[১] ভোট প্রদানের শেষ তারিখ ছিল ২০১৩ সালের ১৫ নভেম্বর, তবে তা ২৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
পুরস্কার বিজয়ীরা হলেন:
- বালোঁ দর: ক্রিস্তিয়ানো রোনালদো
- মহিলা বর্ষসেরা খেলোয়াড়: নাদিনে আনাগার
- পুরুষ ফুটবল বর্ষসেরা কোচ: ইয়ুপ হাইন্কেস
- মহিলা ফুটবল বর্ষসেরা কোচ: সিলভিয়া নাইদ
ভোট প্রদান
[সম্পাদনা]ভোট প্রদানের নির্ধারিত সময়সীমা অনুযায়ী ভোট দানের শেষ তারিখ ছিল ২০১৩ সালের ১৫ নভেম্বর।[২][৩][৪] অবশ্য, ২০ নভেম্বর, ফিফা ঘোষণা করে যে ভোট প্রদানের শেষ তারিখ ২০১৩ সালের ২৯ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভোট প্রদানের ��সল সময়সীমার পূর্বে ৫০ শতাংশেরও কম ভোটারের প্রতিক্রিয়া পাওয়ার কারণে এমনটা করা হয়।[২][৩] এছাড়া আরও ঘোষণা করা হয় যে যেসব ভোটাররা ভোট দিয়ে ফেলেছেন তারা চাইলে সাম্প্রতিক কার্যকলাপ আমলে নিয়ে ভোট পরিবর্তনও করতে পারবেন।[৩] ২০১৪ সালের ১৩ জানুয়ারি বিজয়ীর নাম ঘোষণা করা হয়।[৫]
প্রতিযোগী
[সম্পাদনা]ফিফা বালোঁ দর
[সম্পাদনা]ফিফা ফুটবল কমিটির সদস্যবৃন্দ এবং ফ্রান্স ফুটবলের একটি বিশেষজ্ঞ দল যৌথভাবে ২৩ জন পুরুষ খেলোয়াড়ের একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করে।[৬] এটি ২০১৩ সালের ২৯ অক্টোবর প্রকাশ করা হয়।[১]
প্রত্যেক ফিফা সদস্য রাষ্ট্র থেকে তিনজন ভোটার থাকবেন, একজন সাংবাদিক এবং জাতীয় পুরুষ দলের কোচ এবং অধিনায়ক। প্রত্যেক ভোটার নিজের প্রথম (৫ পয়েন্ট) দ্বিতীয় (৩ পয়েন্ট) এবং তৃতীয় (১ পয়েন্ট) পছন্দের খেলোয়াড়কে ভোট দিতে পারবেন এবং তাদের ভোট জনসমক্ষে পকাশ করা হবে। এরপর তিনজন চূড়ান্ত প্রতিযোগীদের নির্বাচিত করা হবে, যারা পুরস্কারের জন্য শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফিফা মহিলা বর্ষসেরা খেলোয়াড়
[সম্পাদনা]২০১৩ সালের ২৯ অক্টোবর, ফিফা মহিলা বর্ষসেরা খেলোয়াড়ের জন্য ১০ জন খেলোয়াড়ের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়। ফিফার মহিলা ফুটবল ও ফিফা মহিলা বিশ্বকাপ বিষয়ক কমিটি এবং ফ্রান্স ফুটবলের বিশেষজ্ঞরা এই খেলোয়াড়দের নির্বাচিত করেন।[১][৭]
পুরস্কারের জন্য চূড়ান্ত তিন জন প্রতিদ্বন্দীর নাম ঘোষণা করা হয় ২০১৩ সালের ৯ ডিসেম্বরে। নিচের ছকে তাদেরকে মোটা হরফে লেখা রয়েছে।[৮]
পুরুষ ফুটবল বর্ষসেরা কোচ
[সম্পাদনা]পুরুষ খেলোয়াড়দের পুরস্কারের একই ভোটারদের দ্বারা এই পুরস্কারটি নির্ধারিত হয়।[৯] প্রতিদ্বন্দীদের সংক্ষিপ্ত তালিকা ২০১৩ সালের ২৯ অক্টোবরে প্রকাশিত হয়। [১] চূড়ান্ত তিন জন প্রতিদ্বন্দীদের নাম (মোটা হরফে লেখা রয়েছে) ঘোষণা করা হয় ২০১৩ সালের ৯ ডিসেম্বর।[৮]
মহিলা ফুটবল বর্ষসেরা কোচ
[সম্পাদনা]মহিলা খেলোয়াড়ের পুরস্কারের একই ভোটারদের দ্বারা এবং একই পদ্ধতিতে এই পুরস্কারটিও নির্ধারিত হয়।[১০] সংক্ষিপ্ত তালিকাটি প্রকাশ করা হয় ২০১৩ সালের ২৯ অক্টোবর,[১] এবং তিনজন চূড়ান্ত প্রতিদ্বন্দীর নাম (মোটা হরফে লেখা রয়েছে) ঘোষণা করা হয় ২০১৩ সালের ৯ ডিসেম্বরে।[৮]
বিজয়ীগন
[সম্পাদনা]ফিফা বালোঁ দর
[সম্পাদনা]ফিফা মহিলা বর্ষসেরা খেলোয়াড়
[সম্পাদনা]পুরুষ ফুটবল বর্ষসেরা কোচ
[সম্পাদনা]মহিলা ফুটবল বর্ষসেরা কোচ
[সম্পাদনা]ফিফা/ফিফপ্রো বিশ্ব একাদশ
[সম্পাদনা]ফিফা পুসকাস পুরস্কার
[সম্পাদনা]ফিফা প্রেসিডেনশিয়াল পুরস্কার
[সম্পাদনা]ফিফা ফেয়ার প্লে পুরস্কার
[সম্পাদনা]ফিফা বালোঁ দর প্রি দনর
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ "Ballon d'Or 2013"। ফিফা। ২৯ অক্টোবর ২০১৩। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৩।
- ↑ ক খ "Cristiano Ronaldo: Portugal forward praised after fifth hat-trick"। বিবিসি। ২০ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৩।
- ↑ ক খ গ "FIFA extend Ballon d'Or voting deadline"। ইএসপিএন এফসি। ২০ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৩।
- ↑ ক খ গ ঘ ঙ Dunbar, Graham (১৩ জানুয়ারি ২০১৪)। "Cristiano Ronaldo wins FIFA best player award, ends Lionel Messi's four-year reign"। টরোন্টো স্টার। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ Fertin, Nicolas (৯ ডিসেম্বর ২০১৩)। "Ballon d'Or : voici les trois finalistes"। MYTF1News। ১৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ "Men's shortlists for FIFA Ballon d'Or 2013 revealed"। ফিফা। ২৯ অক্টোবর ২০১৩। ১৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Women's shortlist for FIFA Ballon d'Or 2013 revealed"। ফিফা। ২৯ অক্টোবর ২০১৩। ১৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ ক খ গ "Nominees for the FIFA Ballon d'Or 2013 awards revealed" (সংবাদ বিজ্ঞপ্তি)। ফিফা। ৯ ডিসেম্বর ২০১৩। ৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ "Men's Coach of the Year"। ফিফা। ২৯ অক্টোবর ২০১৩। ১৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ "Men's Coach of the Year"। ফিফা। ২৯ অক্টোবর ২০১৩। ১৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৪।