সাহাপুর ইউনিয়ন, চাটখিল
সাহাপুর | |
---|---|
ইউনিয়ন | |
১নং সাহাপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে সাহাপুর ইউনিয়ন, চাটখিলের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১′৩২″ উত্তর ৯০°৫৫′১৭″ পূর্ব / ২৩.০২৫৫৬° উত্তর ৯০.৯২১৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | চাটখিল উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৮১ |
সাহাপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত চাটখিল উপজেলার একটি ইউনিয়ন।
এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রায় ১২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
আয়তন
[সম্পাদনা]- আয়তন : ২৭৬১ একর বা ১��.১৭ বর্গ
- গ্রাম: ১১টি
- জনসংখ্যা: পুরুষ- মহিলা ২৭০০৮জন
- মোট জমি : ১৬৯৭ একর
- মোট খানা : ৪১০০টি
- আবাদী : ১৫০৪ একর
- অনাবাদী : ১৯৩ একর
- যোগাযোগ ব্যবস্থা: পাকা রাস্তা ২৪ কি; কাঁচা রাস্তা ৫০ কি: মি:
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চাটখিল উপজেলার সর্ব-পশ্চিমে সাহাপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে রামনারায়ণপুর ইউনিয়ন ও হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন, উত্তরে পরকোট ইউনিয়ন, পশ্চিমে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন এবং দক্ষিণে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]সাহাপুর ইউনিয়ন চাটখিল উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়ন এর প্রশাসনিক কার্যক্রম চাটখিল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এই ইউনিয়ন পরিষদের কার্যালয় ভবন পূর্বে ”করটখিল দিঘীরপাড়” সংগলগ্ন “করটখিল কেন্দ্রীয় মসজিদ” এবং ওজিউল্লাহ ডাক্তার বাড়ী সংলগ্ন স্থানে ছিল। পরবর্তীতে তৎকালীন চেয়ারম্যান এর প্রশাসনিক কার্যালয় ভবন প্রসাদপুর গ্রামের সোমপাড়া বাজারে স্থাপন করেন।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হলো:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | পুরুষোত্তমপুর |
২নং ওয়ার্ড | পুরোষত্তোমপুর-মমিনপুর |
৩নং ওয়ার্ড | মমিনপুর-লঙ্গরপাড়া |
৪নং ওয়ার্ড | প্রসাদপুর-পশ্চিম খিলপাড়া |
৫নং ওয়ার্ড | গোপাইরবাগ-রঘুনাথপুর |
৬নং ওয়ার্ড | শিবরামপুর |
৭নং ওয়ার্ড | পূর্ব করটখিল |
৮নং ওয়ার্ড | পশ্চিম করটখিল-শ্রীনগর |
৯নং ওয়ার্ড | সাহাপুর |
এছাড়া ও রয়েছে
[সম্পাদনা]সাহাপুর | সোমপাড়া | মমিনপুর |
---|---|---|
3881 | 3882 | 3883 |
- ভূমি অফিস: ০১টি
এটি সাহাপুর গ্রামের সাহাপুর কাঁচা বাজার সংলগ্ন স্থানে অবস্থিত।
- ব্যাংক: ০৪টি
ক. সোনালী ব্যাংক, সাহাপুর শাখা।
খ. ব্র্যাক ব্যাংক, সাহাপুর শাখা।
গ. অগ্রনী ব্যাংক, সোমপাড়া শাখা।
ঘ. মিডল্যান্ড ব্যাংক, সোমপাড়া শাখা।
- বিদ্যুৎ অফিস: ০১ টি
এটি পূর্ব সাহাপুর টু দশঘরিয়া রোড সংলগ্ন স্থানে অবস্থিত।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]শিক্ষার হারঃ ৬৭.৭২%
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- প্রাথমিক বিদ্যালয় ১১টি (সরকারী)
- উচ্চ বিদ্যালয় ৪ টি
- কলেজ ১টি
- ফাজিল মাদ্রাসা ১টি
- দাখিল মাদ্রাসা ১টি
- এবতেদায়ী মাদ্রাসা ২টি
- ফোরকানীয়া মাদ্রাসা ৩০টি
- কাওমী /নুরনী মাদ্রাসা ৩ টি
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]এই ইউনিয়নে বেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এর মধ্যে উল্ল্যেখ যোগ্য হলো সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রতিষ্ঠানের নাম | গ্রামের নাম | স্থাপনের সাল | EIIN Number |
---|---|---|---|
১। সোমপাড়া কলেজ | গোপাইরবাগ | ১৯৯৫ খ্রিঃ | 107310 |
২। খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসা | গোপাইরবাগ | ১৯১০ খ্রিঃ | 107296 |
৩। শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় | সাহাপুর | ১৯৩৫ খ্রিঃ | 107279 |
৪। ইকরা মডেল হাই স্কুল | সাহাপুর | ২০১৮ খ্রিঃ | |
৪। সোমপাড়া উচ্চ বিদ্যালয় | প্রসাদপুর | ১৯৬৫ খ্রিঃ | 107276 |
৫। সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় | প্রসাদপুর | ১৯৭৩ খ্রিঃ | 107273 |
৬। মমিনপুর দাখিল মাদ্রাসা | মমিনপুর | ১৯৬০ খ্রিঃ | 107310 |
৭। করটখিল মহিলা দাখিল মাদ্রাসা | করটখিল | 134070 |
যাবতীয় সামাজিক প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মসজিদ : ৩৭ টি
- মন্দির: ৫টি
- এনজিও: ০৫ টি
- বয়স্ক ভাতা ভোগী: ৪৩১ জন
- বিধবা ভাতা ভোগী: ২০১ জন
- প্রতিবন্ধি: ৪৬
- সামাজিক সংগঠন: সা
- সাহাপুর ইউনিয়ন সমিতি কল্যাণ, খোয়াজেরভিট)তারুণ্যের আলো, সাহাপুর ইউনিয়ন ছাত্রলীগ, সাহাপুর ইউনিয়ন ছাত্রদল, সাহাপুর ইউনিয়ন ছাত্র,
- সমিতি
হাট-বাজার
[সম্পাদনা]- শাহাপুর বাজার (রাজার হাট)
- করটখিল দিঘীরপাড় বাজার
- শিবরামপুর বাংলা বাজার
- সোমপাড়া বাজার (ঠাকুর হাট)
দর্শনীয় স্থান
[সম্পাদনা]১- শাহাপুর রাজবাড়ি
২- নিমাইর দিঘি
৩- গোপাইরবাগ বটতলা
8- উত্তর শিবরামপুর জামে মসজিদ
৫- সাহাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
৬- প্রসাদপুর -শেখের বাড়ি
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: আব্দুল্লাহ খোকন
গ্রাম সমূহের তালিকা
[সম্পাদনা]মোট গ্রাম ১১টি |
---|
- পুরুষোত্তমপুর
- মমিনপুর
- লঙ্গরপাড়া
- প্রসাদপুর
- পশ্চিম খিলপাড়া
- গোপাইরবাগ
- রঘুনাথপুর
- পশ্চিম শ্রীনগর
- শিবরামপুর
- করটখিল
- সাহাপুর