সাইফুল ইসলাম মান্নু
সাইফুল ইসলাম মান্নু | |
---|---|
জন্ম | ৩১ ডিসেম্বর, ১৯৭২ বাগেরহাট |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
দাম্পত্য সঙ্গী | সাদিয়া শবনম শানতু |
পুরস্কার | বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
সাইফুল ইসলাম মান্নু (জন্ম ৩১ ডিসেম্বর, ১৯৭২) একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার , ও গীতিকার। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন ও টেলিভিশন মিডিয়ার জন্য করা তাঁর কাজ দারুণ সমাদৃত হয়েছে। ২০১৮ সালে পুত্র চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।[১] ২০১৮ অনুযায়ী, তিনি ৬০০টি টেলিভিশন পর্ব, ৬০টি টেলিফিল্ম, ২৮টি এক ঘণ্টার নাটক, দুটি পূর্ণদৈর্ঘ্য এবং বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র পরিচালনা করেছিলেন। [২]
পেশা
[সম্পাদনা]২০১২ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১ তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য চারুলতার নামের একটি অনুষ্ঠানে তাঁর অভিযোজিত গল্প নষ্ট নীড় পরিচালনার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। [৩][৪]
তিনি পুত্র চলচ্চিত্রের পরিচালক, চিত্রনাট্যকার ও গীতিকার ছিলেন। [৫]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মান্নু সাদিয়া শবনম শানতুকে বিয়ে করেছেন। [২] তিনি পুত্র চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।
চলচ্চিত্র
[সম্পাদনা]বিনোদনমূলক কাজ
[সম্পাদনা]- স্বপ্ন লোকের দেশে (২০০৫)
- খুজে বেড়াই তারে (২০০৬)
- আমার বৌ সব জানে (২০০৮)
- আমাকে ক্ষমা করুন (২০১২)
- চর দেয়ালের কাব্য (২০১২)
- হইহই রইরই (২০১৩)
- করো কোনো নীতি নাই (২০১৩)
- ভেজা ভেজা বৃষ্টিতে (২০১৪)
- চলো হরিয়ে যাই (২০১৫)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮"। তথ্য মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ "Successful Director from Bangladesh Starts New Chapter as University of New Haven Student"। University of New Haven (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৪।
- ↑ "Film Fare: An overview of the year gone by"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৩-০১-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৪।
- ↑ "TV specials"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১২-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৪।
- ↑ "Film on autism Putra hits cinema halls"। ডেইলি সান (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৪।
- ↑ "'পুত্র' ক্ষুধা মেটানোর মতো একটি চলচ্চিত্র : ফেরদৌস"। এনটিভি। ৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার: দুই বছরের সেরা ঢাকা অ্যাটাক ও পুত্র"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৪।
- ↑ "ভয়কে জয় করার গল্পের সিনেমা 'পায়ের ছাপ'"। banglanews24.com। ২০২২-১২-২২। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০১।
- ↑ "সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে মান্নুর সিনেমা 'অনাবৃত'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৪।