শ্রীলঙ্কার ভাষা
অবয়ব
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(অক্টোবর ২০২১) |
শ্রীলঙ্কা ভাষা | |
---|---|
সিংহলি, তামিল ও ইংরেজি ভাষায় একটি রোড সাইন | |
সরকারী ভাষা(সমূহ) | সিংহলি, তামিল |
প্রধান বিদেশী ভাষা(সমূহ) | ইংরেজি |
প্রতীকী ভাষা(সমূহ) | বিভিন্ন সাইন ভাষায় |
সিংহলি ভাষা শ্রীলংকার সরকারি ভাষা। তামিল ভাষা দেশটির একটি প্রাদেশিক সরকারি ভাষার মর্যাদাবিশিষ্ট। [১] শ্রীলংকার প্রায় তিন-চতুর্থাংশ লোক সিংহলি ভাষাতে এবং প্রায় এক-পঞ্চমাংশ লোক তামিল ভাষাতে কথা বলে। প্রধানত শহর অঞ্চলে প্রায় লাখখানেক লোক মালয় ভাষা-ভিত্তিক একটি ক্রেওল ভাষাতে কথা বলে। এছাড়াও ইংরেজি ভাষা প্রায় লক্ষাধিক লোকের মাতৃভাষা। আন্তর্জাতিক যোগাযোগে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Official languages in Sri Lanka | Mai Globe Travels"। www.maiglobetravels.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭।